Durga Puja 2022 || ঐতিহ্য বজায় রেখে 'পুজোর থালি' সাজাবেন কীভাবে? জেনে নিন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022 : রোজকার রান্নার থেকে পুজোর ভোগের স্বাদ অনেকটাই আলাদা। কিন্তু ভাবছেন কীভাবে রাঁধবেন? দেখুন উপায়
পেটপুজো ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। তাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়াটাও মাস্ট। আগে থেকে তাই প্ল্যান সেরে ফেলা দরকার। পুজো মানেই অনেক কিছু, হইহই, আড্ডা, প্রিয়জনদের বাড়ি ফেরা। আর পুজোর খাওয়া দাওয়া মানেই ভোগ। রোজকার রান্নার থেকে পুজোর ভোগের স্বাদ অনেকটাই আলাদা। কিন্তু ভাবছেন কীভাবে রাঁধবেন? দেখুন উপায়।
advertisement
হিন্দু রান্নার ঐতিহ্য অনুসারে, ব্যক্তি বসার পরেই খাবার পরিবেশন করা উচিত। থালি রাখার পর, থালির মাঝখানে ভাত বা পোলাও পরিবেশন করা শুরু করুন। ভাজা, ফল, শুকনো সবজি/ভাজির মতো শুকনো খাবার থালির নীচের ডানদিকে। প্লেটের উপরের ডানদিকে সমস্ত তরকারি, গ্রেভি সহ পরিবেশন করা উচিত। যেসব মিষ্টান্নে রস আছে সেগুলোও প্লেটের ডান পাশে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
