আরও পড়ুন: নটরাজ শিবের মূর্তি কি বাড়িতে আদৌ রাখা উচিত ?
যেমন--- • স্নান করে পরিষ্কার, কাচা জামা-কাপড় পরতে হবে ৷ • মহাদেবের পুজোয় বসে মনকে শান্ত করতে হবে ৷ • এরপর ১০৮ বার মন্ত্রটি জপ করতে হবে ৷ • প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় ৷ • প্রতিদিন মন্ত্র জপের সময় একটু একটু করে বাড়াতে হয় ৷ • নিয়ম করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে পারলে মনঃসংযোগ বৃদ্ধি পায়, সফলতা আসে, অবসাদ গ্রাস করে না ৷ঠ করার কিছু নিয়ম আছে ৷ যেমন--- • স্নান করে পরিষ্কার, কাচা জামা-কাপড় পরতে হবে ৷ • মহাদেবের পুজোয় বসে মনকে শান্ত করতে হবে ৷ • এরপর ১০৮ বার মন্ত্রটি জপ করতে হবে ৷ • প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় ৷ • প্রতিদিন মন্ত্র জপের সময় একটু একটু করে বাড়াতে হয় ৷ • নিয়ম করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে পারলে মনঃসংযোগ বৃদ্ধি পায়, সফলতা আসে, অবসাদ গ্রাস করে না ৷
advertisement