নটরাজ শিবের মূর্তি কি বাড়িতে আদৌ রাখা উচিত ?

Last Updated:

বেশিরভাগ মানুষই নটরাজ মূর্তির তাৎপর্য জানেন না ৷ ঘরে এই মূর্তি রাখলে তা সঠিক নিয়ম মেনেই রাখা উচিত ৷

#কলকাতা: শ্রাবণ মাস ৷ শিবের মাস ৷ সারা বছরই মহাদেবের ভক্তরা তাঁর আরাধনা করলেও এই মাসের মাহাত্ম্য অবশ্যই বিশেষ ৷ অনেকেই এই শ্রাবণ মাসেই বাড়িতে শিবের মূর্তি প্রতিষ্ঠা করেন ৷ অনেকে রাখেন ধ্যানমগ্ন শিবের মূর্তি ৷ অনেকে আবার শিবলিঙ্গ ৷ অল্প হলেও অনেকে পছন্দ করেন শিবের রুদ্রমূর্তিও ৷ নটরাজ মূর্তি ঘরে রাখেন অনেকে ৷ কিন্তু বেশিরভাগ মানুষই নটরাজ মূর্তির তাৎপর্য জানেন না ৷ ঘরে এই মূর্তি রাখলে তা সঠিক নিয়ম মেনেই রাখা উচিত ৷
ধ্যানরত শিবের মূর্তি রাখলে যেমন সারা পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে ৷ সবটাই পরিপূর্ণ, শান্ত-স্নিগ্ধ হয়ে ওঠে ৷ অন্যদিকে, নৃত্যরত শিবের মূর্তি রাখলে ঘরে পজেটিভ শক্তির মাত্রা মারাত্ম বেড়ে যায় ৷ আমি যদি সেই পজেটিভ শক্তি গ্রহণ করতে সক্ষম হন তাহলেই এই মূর্তি বাড়িতে আনা উচিত ৷ কারণ এতে শারীরিক এবং মানসিক শক্তি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায় ৷
advertisement
advertisement
কেউ যদি এমনিতেই এনার্জিটিক হন, তাহলে ভুলেও এমন মূর্তি এনে রাখা উচিত নয়। কারণ সেক্ষেত্রে এনার্জির সংঘাতে উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা যায় বেড়ে। তাই তো শরীরিকভাবে দুর্বল যারা, তাদেরই কেবলমাত্র নৃত্য করছেন এমন শিব ঠাকুরের ছবি এনে রাখা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নটরাজ শিবের মূর্তি কি বাড়িতে আদৌ রাখা উচিত ?
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement