#কলকাতা: শ্রাবণ মাস ৷ শিবের মাস ৷ সারা বছরই মহাদেবের ভক্তরা তাঁর আরাধনা করলেও এই মাসের মাহাত্ম্য অবশ্যই বিশেষ ৷ অনেকেই এই শ্রাবণ মাসেই বাড়িতে শিবের মূর্তি প্রতিষ্ঠা করেন ৷ অনেকে রাখেন ধ্যানমগ্ন শিবের মূর্তি ৷ অনেকে আবার শিবলিঙ্গ ৷ অল্প হলেও অনেকে পছন্দ করেন শিবের রুদ্রমূর্তিও ৷ নটরাজ মূর্তি ঘরে রাখেন অনেকে ৷ কিন্তু বেশিরভাগ মানুষই নটরাজ মূর্তির তাৎপর্য জানেন না ৷ ঘরে এই মূর্তি রাখলে তা সঠিক নিয়ম মেনেই রাখা উচিত ৷
আরও পড়ুন: কুষ্ঠিতে এগুলি থাকলে পুত্র সন্তান লাভের সম্ভাবনা রয়েছে আপনারও
ধ্যানরত শিবের মূর্তি রাখলে যেমন সারা পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে ৷ সবটাই পরিপূর্ণ, শান্ত-স্নিগ্ধ হয়ে ওঠে ৷ অন্যদিকে, নৃত্যরত শিবের মূর্তি রাখলে ঘরে পজেটিভ শক্তির মাত্রা মারাত্ম বেড়ে যায় ৷ আমি যদি সেই পজেটিভ শক্তি গ্রহণ করতে সক্ষম হন তাহলেই এই মূর্তি বাড়িতে আনা উচিত ৷ কারণ এতে শারীরিক এবং মানসিক শক্তি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পায় ৷ কেউ যদি এমনিতেই এনার্জিটিক হন, তাহলে ভুলেও এমন মূর্তি এনে রাখা উচিত নয়। কারণ সেক্ষেত্রে এনার্জির সংঘাতে উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা যায় বেড়ে। তাই তো শরীরিকভাবে দুর্বল যারা, তাদেরই কেবলমাত্র নৃত্য করছেন এমন শিব ঠাকুরের ছবি এনে রাখা উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nataraj, Nataraj Idol, Power, Shiva