আরও পড়ুন : “আমি তোর চাকর, তুই আমার মালিক!" শাশুড়ি মায়ের সুপারহিট বউ বরণ দুরন্ত ভাইরাল নেটদুনিয়ায়...
আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই যে মালাবদলের সময় স্ত্রী স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, কিন্তু কখনও কি বরকে তার কনের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখেছেন? এই ভিডিওতে তাই দেখা যাচ্ছে। ভিডিওটি ছাদনাতলায় মালাবদলের সময়কার। এতে বর-কনেকে মালা পরিয়ে একে অপরের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায়।
advertisement
ভিডিওটি এমন যে দেখার পরও আপনি হাসি থামাতে পারবেন না। বর যেভাবে তার কনের পা ছুঁয়ে আশীর্বাদ চায়, তাতে মনে হয় সে তার স্ত্রীকে নকল করছে, কারণ প্রথমে কনে (Bride Groom Viral Video) তার স্বামীর পা স্পর্শ করে আশীর্বাদ চায়। ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখার পর মানুষ মজার মন্তব্য করছেন (Viral Video)।
আরও পড়ুন : বৈশাখ থেকে বিয়ের জন্য দুর্দান্ত শুভ হতে চলেছে এই দিনগুলি! চোখ রাখুন তালিকায়...
দুরন্ত গতিতে ভাইরাল (Bride Groom Viral Video) ভিডিওটিতে দেখা যায়, মালা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন বর-কনে। রীতি অনুযায়ী প্রথমে কনে তার বরকে মালা পরিয়ে দেন। এরপর হবু স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন কনে। পরের মুহুর্তে বরও তার কনেকে হাতের মালাটি পরিয়ে দেন এবং তারপর প্রণাম করে তার কনের পা স্পর্শ করতে উদ্যত হন। এটা দেখে কনের মুখ মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কনে ক্রমশ পিছু হটতে থাকেন। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে sakhtlogg নামে একটি অ্যাকাউন্টে। আর ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।