TRENDING:

মেয়ে বহাল তবিয়তেই আছেন, সুখে সংসার করছেন, এদিকে শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে আত্মীয়দের বিলি করলেন বাবা!

Last Updated:

এক দিকে যেমন বাবা মেয়ের এই ভালবাসার বিয়ে মেনে নিতে পারেননি, তেমনই অন্য দিকে বাবার তাঁকে সমর্থন না করা নিয়ে প্রচণ্ড অভিমান তৈরি হয়েছে মেয়ের মনেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজমেঢ়: কন্যাসন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই বাবার প্রধান চিন্তা হয়ে ওঠে তার বিয়ের বন্দোবস্ত করা। সন্দেহ নেই, অধিকাংশ ক্ষেত্রেই এই চাপ তৈরি করে সমাজ এবং তার রীতিনীতি। তবে, মেয়ের বিয়ে দিয়ে তাকে সুপাত্রস্থ করা, সেই উপলক্ষ্যে ধুমধাম করা বাবার স্বপ্নও বটে। সেই স্বপ্ন যদি ভেঙে যায়, অনেক ক্ষেত্রেই তখন আর তাঁরা নিজেদের শোক সামলে উঠতে পারেন না। এমনই এক ঘটনার সাক্ষী এবার হয়ে থাকল রাজস্থান।
শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে আত্মীয়দের বিলি করলেন বাবা
শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে আত্মীয়দের বিলি করলেন বাবা
advertisement

দেশে এখন বিয়ের মরশুম চলছে। সর্বত্র সেই উদযাপনের প্রস্তুতি। খুব শীঘ্রই খরমাস শুরু হয়ে যাবে, হিন্দু ধর্মের আচার অনুসারে যে সময়ে কোনও শুভ কাজ করা যায় না। ফলে, ক্যাটারিং থেকে বিয়ের কার্ড ছাপানো- কোথাওই যেন নিশ্বাস ফেলার ফুরসতটুকুও নেই। সবাই নিজেদের মনের মতো করে মেয়ের বিয়ের কার্ড ছাপাচ্ছেন। কিন্তু রাজস্থানের এক বাবা ছাপালেন মেয়ের শ্রাদ্ধের কার্ড।

advertisement

আরও পড়ুন– সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!

জানা গিয়েছে যে ঘটনাটি রাজস্থানের বেওয়ারের। রাজস্থানের বেওয়ারের বদনোরের বাসিন্দা বিমলা পরিবারের অমতে এক যুবককে ভালবেসে বিয়ে করেছেন। এমনটা আমরা দেখে অভ্যস্ত। নিজেদের পরিচিতদের মধ্যেই এমন কাউকে আমরা খুঁজে পাব যিনি পরিবারের অমতে বিয়ে করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে অভিমান দূর হয়েছে, মা-বাবা মেয়ে-জামাইকে নিয়ে সুখে আছেন। কিন্তু বিমলার বিয়ে নিয়ে জল গড়িয়ে গিয়েছে অনেক দূর!

advertisement

আসলে, এক দিকে যেমন বাবা মেয়ের এই ভালবাসার বিয়ে মেনে নিতে পারেননি, তেমনই অন্য দিকে বাবার তাঁকে সমর্থন না করা নিয়ে প্রচণ্ড অভিমান তৈরি হয়েছে মেয়ের মনেও। জানা গিয়েছে যে মা-বাবা তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে তিনি সব সম্পর্ক অস্বীকার করে দিয়েছেন তাঁদের মুখের উপরেই! এমনকি, পুলিশের সামনে মা-বাবাকে তিনি চিনতে পর্যন্ত চাননি!

advertisement

আরও পড়ুন– ‘ইউরিন ডিসঅর্ডার হয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম’, শারীরিক অবস্থা নিয়ে প্রথমবার মুখ খুললেন বিনোদ কাম্বলি

এই ঘটনাই বাবার মনে দুঃখ দিয়েছে সব থেকে বেশি। মেয়ের ভালবাসার বিয়ে তিনি হয়তো মেনে নিতে পারতেন, কিন্তু মেয়ে তাঁকে চিনতে পর্যন্ত চাননি, এটা তাঁর সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে। ফলে, এবার তিনি মেয়ের শ্রাদ্ধের কার্ড ছাপিয়েছেন। মেয়ে যেমন মা-বাবার অস্তিত্ব অস্বীকার করেছেন, বাবাও তেমনই মেয়েকে মৃতা বলে ঘোষণা করে শ্রাদ্ধের আয়োজন করেছেন।

advertisement

আরও পড়ুন– প্রিয়জনের সঙ্গে বড়দিন উদযাপন করুন IHCL-এর হোটেলে, থাকছে জিভে জল আনা মেনু, সঙ্গে রকমারি সুবিধা, রইল বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সেই কার্ডে রাজস্থানি ভাষায় একেবারে শুরুতেই বদনোরের যোগ লিখি গাঁয়ের কুমার জগদীশ সবাইকে রাম-রাম বলে প্রথামাফিক সম্বোধন করেছেন। তার পর জানিয়েছেন যে তাঁর কুপুত্রী বিমলার অকস্মাৎ মৃত্যু হয়েছে। যে উপলক্ষ্যে বুধবার ১১.১২.২০২৪ তারিখে শ্রাদ্ধের আয়োজন হয়েছে। সবশেষে ত্রুটি মার্জনার অনুরোধ জানিয়ে আত্মীয়দের মেয়ের শ্রাদ্ধে যোগদান করার সবিনয় নিবেদন করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেয়ে বহাল তবিয়তেই আছেন, সুখে সংসার করছেন, এদিকে শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে আত্মীয়দের বিলি করলেন বাবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল