সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।
উন্নাও, উত্তর প্রদেশ: প্রতিদিন সকালে স্নান করে, খেয়েদেয়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন। তারপর ঘুরতেন রাস্তার মোড়ে মোড়ে। কেউ ট্র্যাফিক আইন ভাঙলেই ধরতেন। আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে একমাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে।
পুলিশের উর্দির অনেক ক্ষমতা। লোকে সম্ভ্রমের চোখে দেখে। ভয়-ভক্তি করে। এটাকেই কাজে লাগায় জালিয়াতরা। তোলা আদায়, প্রতারণা কিছুই বাদ যায় না। সাধারণ মানুষও অসহায়। ভয়ে কিছু বলতে পারেন না। তারপর যখন আসল ঘটনা জানতে পারেন তখন কপাল চাপড়ান।
advertisement
advertisement
পুলিশ ইউনিফর্ম তো দূরের কথা, অনেক সময় শুধু পুলিশ পরিচয় দিয়েই কাজ হাসিল করে নেয় জালিয়াতরা। আইডি দেখানোর কথাও মুখ ফুটে বলতে পারেন না অনেকে। এই ‘ভয়’-কেই কাজে লাগায় প্রতারকরা। সর্বস্ব খোয়ান সাধারণ মানুষ।
উত্তর প্রদেশের উন্নাওতেও একই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রতিদিন পুলিশের পোশাক পরে রাস্তায় ঘুরতেন। নজর রাখতেন সবার উপর। দেখতেন, কে ট্র্যাফিক আইন ভাঙছে। এমন কাউকে পেলেই মোটা টাকা আদায় করতেন। ভয়ে টাকাও দিয়ে দিতেন চালকরা। কে আর আইনি ঝামেলায় জড়াতে চায়! এক মাস এভাবেই কাটে।
advertisement
তবে সন্দেহ হয়েছিল অনেকেরই। পুলিশের কাছেও তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অনেকেই জানান, এক ব্যক্তি পুলিশের ইউনিফর্ম পরে লোকজনের কাছ থেকে মোটা টাকা আদায় করছে। তবে ওই ব্যক্তিও চালু ছিলেন। কখনওই এক রাস্তায় পরপর দু’দিন দাঁড়াতেন না। নিজেকে উত্তর প্রদেশ পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিতেন।
advertisement
অভিযোগ, সোজা টাকা চাইতেন ওই ব্যক্তি। কোনও চালান দিতেন না। সেটাও মোটা টাকা। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর অবশেষে জালে পড়েন ব্যক্তি। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৭,৩০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একদিনে ওই ব্যক্তি ৭,৩০০ টাকা তোলা আদায় করেছিল। তার মানে এক মাসে প্রায় ২ লক্ষ টাকা তোলা আদায় হয়েছে। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এসএসপি অখিলেশ সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ধৃতের নাম শিব বক্স। তিনি রায়বরেলির বাসিন্দা। পুলিশ পরিচয় দিয়ে তোলা তুলতেন। এখন পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন শিব বক্স।
Location :
Unnao,Uttar Pradesh
First Published :
December 13, 2024 1:29 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সকাল-সকাল পুলিশের ইউনিফর্ম পরে বেরতেন, সারাদিন চলত তোলা আদায়, মাসে ‘রোজগার’ শুনলে মাথা ঘুরে যাবে!