বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক এই পরিবার, তাঁদের সামনে মাথা ঝুঁকিয়ে চলে অর্ধেক পৃথিবী, তাঁরা কারা জানেন?

Last Updated:
একসময় অর্ধেক বিশ্ব তাঁদের সামনে মাথা নত করত। আজও অনেক দেশে তাঁরা রাজার সম্মান পান। বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই বিপুল সম্পত্তির মালিক।
1/7
সসাগরা পৃথিবীর অধীশ্বর তারা। গোটা বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক। জঙ্গল, শহর, গ্রাম, চাষের জমি, মাঠ, বন কী নেই তাদের। এমনকী আস্ত সমুদ্রতটও। এই পরিবারের জমি এবং সম্পত্তির দেখভালের জন্য রয়েছে একটি বড় কোম্পানি। তার নাম ‘দ্য ক্রাউন এস্টেট’।
সসাগরা পৃথিবীর অধীশ্বর তারা। গোটা বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক। জঙ্গল, শহর, গ্রাম, চাষের জমি, মাঠ, বন কী নেই তাদের। এমনকী আস্ত সমুদ্রতটও। এই পরিবারের জমি এবং সম্পত্তির দেখভালের জন্য রয়েছে একটি বড় কোম্পানি। তার নাম ‘দ্য ক্রাউন এস্টেট’।
advertisement
2/7
হ্যাঁ, এঁরা ব্রিটেনের রাজ পরিবার। একসময় অর্ধেক বিশ্ব তাঁদের সামনে মাথা নত করত। আজও অনেক দেশে তাঁরা রাজার সম্মান পান। বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই বিপুল সম্পত্তির মালিক।
হ্যাঁ, এঁরা ব্রিটেনের রাজ পরিবার। একসময় অর্ধেক বিশ্ব তাঁদের সামনে মাথা নত করত। আজও অনেক দেশে তাঁরা রাজার সম্মান পান। বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই বিপুল সম্পত্তির মালিক।
advertisement
3/7
মা তথা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন রাজা চার্লস। বিশ্ব জুড়েই তাঁদের সম্পত্তি ছড়িয়ে রয়েছে। যদিও এই বিপুল সম্পত্তি রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি নয়। তবে তিনি যতদিন রাজা থাকবেন, এই সম্পত্তিও তাঁর অধিকারে থাকবে।
মা তথা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন রাজা চার্লস। বিশ্ব জুড়েই তাঁদের সম্পত্তি ছড়িয়ে রয়েছে। যদিও এই বিপুল সম্পত্তি রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি নয়। তবে তিনি যতদিন রাজা থাকবেন, এই সম্পত্তিও তাঁর অধিকারে থাকবে।
advertisement
4/7
গ্রেট ব্রিটেন তো বটেই, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে ব্রিটেনের রাজ পরিবারের সম্পত্তি রয়েছে। সরাসরি ব্যক্তিগত সম্পত্তি এবং দুটি রয়্যাল ডাচি (ডাচি অফ ল্যাঙ্কাস্টার এবং ডাচি অফ কর্নওয়াল)-এর মাধ্যমে তারা ২,৫০,০০০ একর জমির মালিক। বিশ্বের মোট ভূখণ্ডের ১৬.৬ শতাংশ।
গ্রেট ব্রিটেন তো বটেই, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে ব্রিটেনের রাজ পরিবারের সম্পত্তি রয়েছে। সরাসরি ব্যক্তিগত সম্পত্তি এবং দুটি রয়্যাল ডাচি (ডাচি অফ ল্যাঙ্কাস্টার এবং ডাচি অফ কর্নওয়াল)-এর মাধ্যমে তারা ২,৫০,০০০ একর জমির মালিক। বিশ্বের মোট ভূখণ্ডের ১৬.৬ শতাংশ।
advertisement
5/7
এর মধ্যে ১,১৫,০০০ একর জমিতে চাষ হয়। কিছুটা বনাঞ্চলও রয়েছে। পাশাপাশি রয়েছে খুচরো জমি, খুচরো সম্পত্তি (রিটেল প্রপার্টি), সমুদ্রতট, বাজার, আবাসিক এলাকা এবং অফিস কমপ্লেক্সের মতো বিভিন্ন ধরনের সম্পদ। ‘দ্য ক্রাউন এস্টেট’ বিভিন্ন শপিং সেন্টারও চালায়। সঙ্গে বালি, নুড়ি, চুনাপাথর, গ্রানাইট, ইট, মাটি, কয়লা এবং স্লেটের ব্যবসা করে।
এর মধ্যে ১,১৫,০০০ একর জমিতে চাষ হয়। কিছুটা বনাঞ্চলও রয়েছে। পাশাপাশি রয়েছে খুচরো জমি, খুচরো সম্পত্তি (রিটেল প্রপার্টি), সমুদ্রতট, বাজার, আবাসিক এলাকা এবং অফিস কমপ্লেক্সের মতো বিভিন্ন ধরনের সম্পদ। ‘দ্য ক্রাউন এস্টেট’ বিভিন্ন শপিং সেন্টারও চালায়। সঙ্গে বালি, নুড়ি, চুনাপাথর, গ্রানাইট, ইট, মাটি, কয়লা এবং স্লেটের ব্যবসা করে।
advertisement
6/7
ডাচি অফ ল্যাঙ্কাস্টার রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি। এতে লন্ডনের সম্পত্তি-সহ ১৮ হাজার হেক্টরেরও বেশি জমি রয়েছে। এর মোট মূল্য ৬৫৪ মিলিয়ন পাউন্ড। এই সম্পত্তি থেকে প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন পাউন্ড মুনাফা হয়। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। হাতে আসে ৪৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এর মধ্যে বেশির ভাগই স্থাবর সম্পত্তি।
ডাচি অফ ল্যাঙ্কাস্টার রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি। এতে লন্ডনের সম্পত্তি-সহ ১৮ হাজার হেক্টরেরও বেশি জমি রয়েছে। এর মোট মূল্য ৬৫৪ মিলিয়ন পাউন্ড। এই সম্পত্তি থেকে প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন পাউন্ড মুনাফা হয়। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। হাতে আসে ৪৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এর মধ্যে বেশির ভাগই স্থাবর সম্পত্তি।
advertisement
7/7
দ্য ক্রাউন এস্টেটের বার্ষিক মুনাফা শুনলেও চমকে যেতে হয়। ২০২২ সালে তারা ৪৯০.৮ মিলিয়ন ডলার আয় করেছিল। যার মধ্যে নিট মুনাফা ছিল ৩১২ মিলিয়ন পাউন্ড। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ রাজ পরিবারের মোট সম্পত্তির মূল্য ১৫.৬ বিলিয়ন ডলার।
দ্য ক্রাউন এস্টেটের বার্ষিক মুনাফা শুনলেও চমকে যেতে হয়। ২০২২ সালে তারা ৪৯০.৮ মিলিয়ন ডলার আয় করেছিল। যার মধ্যে নিট মুনাফা ছিল ৩১২ মিলিয়ন পাউন্ড। বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ রাজ পরিবারের মোট সম্পত্তির মূল্য ১৫.৬ বিলিয়ন ডলার।
advertisement
advertisement
advertisement