বিশ্বের ১৬ শতাংশ জমির মালিক এই পরিবার, তাঁদের সামনে মাথা ঝুঁকিয়ে চলে অর্ধেক পৃথিবী, তাঁরা কারা জানেন?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
একসময় অর্ধেক বিশ্ব তাঁদের সামনে মাথা নত করত। আজও অনেক দেশে তাঁরা রাজার সম্মান পান। বর্তমানে এই পরিবারের কর্তা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই বিপুল সম্পত্তির মালিক।
advertisement
advertisement
advertisement
গ্রেট ব্রিটেন তো বটেই, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে ব্রিটেনের রাজ পরিবারের সম্পত্তি রয়েছে। সরাসরি ব্যক্তিগত সম্পত্তি এবং দুটি রয়্যাল ডাচি (ডাচি অফ ল্যাঙ্কাস্টার এবং ডাচি অফ কর্নওয়াল)-এর মাধ্যমে তারা ২,৫০,০০০ একর জমির মালিক। বিশ্বের মোট ভূখণ্ডের ১৬.৬ শতাংশ।
advertisement
এর মধ্যে ১,১৫,০০০ একর জমিতে চাষ হয়। কিছুটা বনাঞ্চলও রয়েছে। পাশাপাশি রয়েছে খুচরো জমি, খুচরো সম্পত্তি (রিটেল প্রপার্টি), সমুদ্রতট, বাজার, আবাসিক এলাকা এবং অফিস কমপ্লেক্সের মতো বিভিন্ন ধরনের সম্পদ। ‘দ্য ক্রাউন এস্টেট’ বিভিন্ন শপিং সেন্টারও চালায়। সঙ্গে বালি, নুড়ি, চুনাপাথর, গ্রানাইট, ইট, মাটি, কয়লা এবং স্লেটের ব্যবসা করে।
advertisement
ডাচি অফ ল্যাঙ্কাস্টার রাজা চার্লসের ব্যক্তিগত সম্পত্তি। এতে লন্ডনের সম্পত্তি-সহ ১৮ হাজার হেক্টরেরও বেশি জমি রয়েছে। এর মোট মূল্য ৬৫৪ মিলিয়ন পাউন্ড। এই সম্পত্তি থেকে প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন পাউন্ড মুনাফা হয়। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। হাতে আসে ৪৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এর মধ্যে বেশির ভাগই স্থাবর সম্পত্তি।
advertisement