TRENDING:

Viral Butter Tea : ফুটন্ত চায়ে এক দলা মাখন! আগ্রার চা বিক্রেতার অভিনব রেসিপি কি বাজিমাত করতে পারল?

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই একটি চায়ের রেসিপি হল মাখন চা বা বাটার টি (viral Butter Tea)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এত দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কম-বেশি প্রত্যেকেই ক্রিম চা, মশলা চা এবং শুধু দুধ চায়ের কথাই শুনেছি কিন্তু তাই বলে মাখন চা? হ্যাঁ! আজকাল মাখন দিয়ে তৈরি চা-ও বেশ জনপ্রিয় হচ্ছে। আগ্রার একটি চায়ের দোকানে প্রথম বারের মতো এমন চায়ের কথা শোনা গিয়েছে। সাধারণত ব্রেড, রুটি, ম্যাগি, পরোটা এবং কখনও অমলেট দিয়ে মাখন খেতে বেশ লাগে, তবে এই প্রথম কেউ চায়ের সঙ্গে মাখন যোগ করার রেসিপি আবিষ্কার করেছেন।

advertisement

আরও পড়ুন : আলুর খোসা সহজেই ছাড়ানো থেকে পায়েসের স্বাদ বৃদ্ধি, রান্নাবান্নার সহজ টিপস আপনার জন্য

ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রথমে ফুটন্ত দুধ দিয়ে চা তৈরি শুরু হচ্ছে। এর পর চায়ের প্রয়োজনীয় জিনিস চা-পাতা, চিনি ও কিছু মশলা মেশানো হয়। এর পর চা যখন ফুটতে শুরু করে, তাতে এক কিউব মাখন কেটে মেশানো হয়। ভালো করে ওই মিশ্রণ ফুটে উঠলে তা পেয়ালায় ঢেলে নিয়ে পরিবেশন করা হয়। ওই ভাইরাল হওয়া ভিডিওতে বেশ কিছু লোককে স্টলে দাঁড়িয়ে বেশ তারিয়ে তারিয়ে বাটার টি-পান করতেও দেখা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন : কফি ও অ্যালকোহল একসঙ্গে খাচ্ছেন? জানুন শরীরের উপর এর কেমন প্রভাব পড়তে পারে!

একটি পেজ থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিও দেখে অনেক মানুষই আবার রেগে লাল। যাঁরা চায়ের ব্যাপারে খুবই আবেগপ্রবণ, তাঁরা ওই দোকানদারকে দু’কথা শুনিয়েও দিতে ছাড়েননি। এক জন চা-প্রেমী রীতিমতো উদ্বগ্ন হয়ে লিখেছেন, “এখন এতে পনীর এবং সসও যোগ করলে হয়।” আর এক ব্যবহারকারী লিখেছেন, “এর সঙ্গে জিরে মেশালে আরও ভাল লাগত।”

advertisement

আরও পড়ুন : দিদির বিয়েতে উদ্দাম নাচ বোনের, দেখুন সেই ভাইরাল ভিডিও!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বর্তমানে, এই ভিডিওটি ৩৫০০০-এর বেশি লাইক এবং ১ মিলিয়ন ভিউ পেয়েছে। তবে মাখন চা কিন্তু নতুন জিনিস নয়। চিন, নেপাল, তিব্বতের কিছু এলাকা ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও নুনবিহীন মাখনের চা পরিবেশন করা হয়। তবে এতে প্রক্রিয়াজাত মাখন ব্যবহার করা হয় না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Butter Tea : ফুটন্ত চায়ে এক দলা মাখন! আগ্রার চা বিক্রেতার অভিনব রেসিপি কি বাজিমাত করতে পারল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল