পায়েস তৈরির সময় দুধ ঘন করতে আমাদের অনেকটা সময় লেগে যায়৷ দেখা যায় পাত্রের গায়ে দুধ লেগে গিয়েছে জ্বাল দিতে দিতে৷ কিন্তু দুধ ঘন আর হচ্ছে না৷ সেক্ষেত্রে দুধ জলদি গাঢ় করার জন্য জ্বাল দেওয়ার সময় মিশিয়ে নিন কিছুটা গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্ক৷ এতে পাত্র অটুট রেখে দুধ ঘন করে জ্বাল দেওয়া সম্ভব হবে৷
যে কোনও গ্রেভি বা ঝোলের স্বাদ বাড়াতে এবং গাঢ় করতে ব্যবহার করা যেতে পারে নারকেল পাউডার৷ যে কোনও সব্জির সঙ্গে এটা মিশিয়ে নেওয়া যায়৷ এর ফলে গ্েভির ঘনত্ব ঠিকমতো হয়৷ যেমন আলুরদম বা মাংসের ঝোলে নারকেল পাউডার মিশিয়ে নিলে ঘনত্ব ঠিকমতো হয়৷ দীর্ঘ দিন ধরে নারকেল পাউডার তাজা রাখতে এর মধ্যে কারিপাতা রেখে দেওয়া যেতে পারে৷