নাবালককে চোর সন্দেহে মারধরের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগর এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, কুলিক নদীর বাঁধ সংলগ্ন ওই এলাকায় শুক্রবার রাতে একটি শিশুকে উদ্দ্যশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকারই কয়েকজন যুবক। তাঁরাই ওই শিশুকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাবালকটি। বিষয়টি নজরে আশায় স্থানীয়দেরই একাংশ আক্রমনকারীদের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করে।
advertisement
আরও পড়ুন: খাতা-পেন দিতেই কামাল, হাসনাবাদ থেকে বাড়ি ফিরল ঝাড়খণ্ডের তরুণী
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ২৭ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার। অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মুক্তা সরকার