North 24 Parganas News: খাতা-পেন দিতেই কামাল, হাসনাবাদ থেকে বাড়ি ফিরল ঝাড়খণ্ডের তরুণী

Last Updated:

তাকে পেন আর খাতা ধরিয়ে দেন। তাতেই রহস্যের সমাধান হয় অনেকটা। যুবতীর লেখা থেকে তার ঠিকনা কিছুটা উদ্ধার হওয়ায় তাঁরা যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আহ্লাদির চেয়ারপার্সন সুশান্ত ঘোষের সঙ্গে।

উত্তর ২৪ পরগনা: নাম নেই, পরিচয় নেই! অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এক যুবতী! গত কয়েক দিন ধরেই হাসনাবাদের আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিল সে। ঘটনাটি নজর এড়ায়নি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু পরিচয় কী? কোথায় থেকে এসেছেন? পথচারী ও এলাকার অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। মাঝে মাঝে দুর্বোধ্য ভাষায় কী যেন বিড়বিড় করতেন, তাও বোঝা যেত না। অবশেষে রহস্যের উপর থেকে উঠল পর্দা। জানা গেল ওই তরুণীর পরিচয়।
দু'মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ঝাড়খণ্ডের সেরাইকোলা থানা এলাকার এই যুবতী। পরিজনরা বহু খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি। ইতিমধ্যে সে এসে পৌঁছয় হাসনাবাদ এলাকায়। সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। নাম পরিচয় জিজ্ঞাসা করলে দুর্বোধ্য ভাষায় কী যে বলেন কিছুই বোঝা যায় না। স্থানীয় একটি চানাচুর ফ্যাক্টরির কর্মী মালা মণ্ডল ও মৌসুমী মণ্ডল তাঁকে উদ্ধার করে নিয়ে যান। ওই যুবতীকে চিকিৎসা ও খাইয়ে দাইয়ে কিছুটা সুস্থ করে তোলেন তাঁরা।
advertisement
advertisement
চানাচুর কারখানার ওই দুই মহিলা এরপর তাকে পেন আর খাতা ধরিয়ে দেন। তাতেই রহস্যের সমাধান হয় অনেকটা। যুবতীর লেখা থেকে তার ঠিকনা কিছুটা উদ্ধার হওয়ায় তাঁরা যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন আহ্লাদির চেয়ারপার্সন সুশান্ত ঘোষের সঙ্গে। সুশান্তবাবু হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে উদ্ধার হয় যুবতীর আসল পরিচয়।
advertisement
মোবাইলের মাধ্যমে তাকে পরিবারের সঙ্গে কথাও বলান। এদিন তাকে নিতে আসেন পরিবারের সদস্যরা। যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে হ্যাম রেডিওর রাজ্য সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, কয়েকদিন খোঁজাখুঁজির পরই ওই যুবতীর বাড়ির ঠিকানা পাই। তাকে বাড়িতে ফিরিয়ে দিতে পেরে আমরা ভীষণ খুশি।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: খাতা-পেন দিতেই কামাল, হাসনাবাদ থেকে বাড়ি ফিরল ঝাড়খণ্ডের তরুণী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement