North 24 Parganas News: বসিরহাটে ঘরে ঘরে শিশুদের জ্বর-সর্দি, শ্বাসকষ্ট

Last Updated:

৬ মাস থেকে শুরু করে ১০ বছরের বয়সী শিশুরা একের পর এক জ্বর-সর্দিতে ভুগতে শুরু করেছে বলে এলাকাবাসীর দাবি। এর মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছে। বসিরহাট জেলা হাসপাতালে ৬৫ জন শিশু ভর্তি আছে।

+
title=

উত্তর ২৪ পরগনা: শ্বাসকষ্ট, জ্বর-সর্দি, কাশি নিয়ে শতাধিক শিশু ভর্তি বসিরহাট জেলা হাসপাতালে। বসিরহাট মহকুমায় ভয়াবহ পরিস্থিতি। সুন্দরবনের ১০ টি ব্লকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট, জ্বর-সর্দির অসুখ। এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে সীমান্তবর্তী এই এলাকায়।
বসিরহাট মহকুমায় ৬ মাস থেকে শুরু করে ১০ বছরের বয়সী শিশুরা একের পর এক জ্বর-সর্দিতে ভুগতে শুরু করেছে বলে এলাকাবাসীর দাবি। এর মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছে। বসিরহাট জেলা হাসপাতালে ৬৫ জন শিশু ভর্তি আছে। পাশাপাশি স্বরূপনগর গ্রামীণ হাসপাতাল, হাড়োয়া গ্রামীণ হাসপাতাল, সন্দেশখালি ঘোষপুর গ্রামীণ হাসপাতাল, হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতাল, বাদুড়িয়া গ্রামীণ হাসপাতাল, টাকি গ্রামীণ হাসপাতালে সহ ব্লক স্তরের বিভিন্ন হাসপাতালের শিশু বিভাগও ভর্তি। শয়ে শয়ে শিশুকে নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা।
advertisement
advertisement
অনেক অভিভাবকই গ্রামীণ হাসপাতালের উপর ভরসা রাখতে না পেরে সন্তানকে নিয়ে জেলা হাসপাতালে ছুটছেন। সব মিলিয়ে অল্পবয়সীদের অসুখ ঘিরে পরিস্থিতি ক্রমশই গুরুতর হয়ে উঠছে। এই প্রসঙ্গে বসিরহাট জেলা হাসপাতালের অতিরিক্ত সুপার সুপ্রিয়া শীল বলেন, এখনও এই হাসপাতলে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে আক্রান্ত কেউ আসেনি। তবে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। শিশুদের মুখের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে বিশেষ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বসিরহাটে ঘরে ঘরে শিশুদের জ্বর-সর্দি, শ্বাসকষ্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement