নার্সিং কর্মী পৌলমী দাস জানান, তিনি নার্সিং পড়ুয়া থাকার সময়ে ক্যানসার আক্রান্ত মানুষদের খুব কাছ থেকে দেখেছেন। তখন তিনি উপলব্ধি করেছেন তাঁদের দুঃখকে। তাই দীর্ঘ সময় ধরে তাঁর ইচ্ছে ছিল ক্যানসার আক্রান্তদের জন্য চুলদান করার। বর্তমানে তিনি একজন নার্সিং কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন ঘোকসাডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাই তিনি কোচবিহারের এক সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে এই চুলদান করলেন। নিজের চুলের ১৪ ইঞ্চি লম্বা চুল তিনি দান করলেন তিনি। একজন নার্সিং কর্মী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি চান যে আরও অনেকেই যেন এই চুলদানের কাজে অংশ নেয়। তাঁর এই চুল ক্যুরিয়র করে পাঠানো হবে মুম্বইয়ের একটি সংগঠনের কাছে।
advertisement
আরও পড়ুন : ৯.১৪ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, গ্রেফতার ৬, দূরপাল্লার ট্রেনে কড়া নজরদারি
সমাজসেবী সংগঠন অনাসৃষ্টির একজন সদস্য অলোক সাহা জানান, তাঁরা দীর্ঘ সময় ধরে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দানের বিষয়টি নিয়ে কাজ করে আসছেন। বহু মানুষ ইতিমধ্যেই তাঁদের কাছে চুলদান করেছেন। আরও অনেক মানুষ ইচ্ছেপ্রকাশ করেছেন চুলদান করার। সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন রাখছেন তাঁরা। যাতে এই ধরনের মহৎ কাজে আরও মানুষ এগিয়ে আসেন। এবং ক্যানসার আক্রান্তদের যেন একটি সুন্দর জীবন উপহার দেওয়া সম্ভব হয় এই ছোট উপকার করার মাধ্যমে।
নাসিং কর্মী পৌলমী জেলার অন্যান্য নার্সিং কর্মীদের কাছে নিদর্শন হবেন এটা নিশ্চিত। আগামী দিনে আরও অনেকেই তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবেন এই ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান করার জন্য।
Sarthak Pandit