তাই ক্যানসার আক্রান্তদের কথা ভেবে চুলদানে এগিয়ে এসেছেন রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা নবজিৎ কর্মকার। দীর্ঘ দু’বছর নিজের চুল বড় করছিলেন নবজিৎ। পেশায় ব্যাংক কর্মী নবজিতের উদ্দেশ্য ছিল ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো।
আরও পড়ুন: সস্তা হল ইলিশ! জামাইষষ্ঠীর আগেই বড় সুখবর, কত টাকা কেজি দরে মিলছে? জানলেই ছুটবেন বাজারে
advertisement
তাই নিজের বড় করা চুল সেলুনে কেটে নিজের জন্মদিনের দিন সেই চুল তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। নবজিতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মুক্তির কান্ডারি নামক ঐ স্বেচ্ছাসেবী সংস্থার় প্রতিনিধি নবনীতা ভট্টাচার্য। মুক্তির কান্ডারি নামক ওই সংস্থার প্রতিনিধি নবনীতা জানায়, যুবকের দেওয়া চুলটি পরচুলা করে তারপর সেটি বিভিন্ন জায়গায় বিনা খরচে দেওয়া হবে ক্যানসার আক্রান্তদের।
ছেলে হয়ে মেয়েদের মত বড় বড় চুল রাখায় অনেক কটুক্তির সম্মুখীন হতে হয়েছিল নবজিৎকে। কিন্তু কারও কথা তোয়াক্কা না করেই সে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে নিজের চুল বড় করে চলছিল। অবশেষে নিজের জন্মদিনের দিনই সে নিজের চুল দান করল ক্যানসার আক্রান্তদের জন্য।
পিয়া গুপ্তা