TRENDING:

Young Achiever: সামান্য উপকরণে অসামান্য শিল্প! ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার কৃতিত্বে তাজ্জব সকলে

Last Updated:

Young Achiever: আগামী দিনে যশস্বী আরও বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে চায়। যাতে তাঁর প্রতিভা আরও বিকশিত হয়। তবে আগামী দিনে এই শিল্পী আরও ভাল ভাল মডেল তৈরি করে সকলকে চমকে দেবে এটুকু নিশ্চিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত, কোচবিহার: কোচবিহারের সদর শহরের গোলবাগান সংলগ্ন এলাকায় থাকেন যশস্বী সরকার ও তাঁর পরিবার। যশস্বী বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া। তবে তার প্রতিভায় অনেকেই অবাক । করোনা সময়ের পর থেকে তার প্রতিভা যেন বেড়ে উঠেছে কয়েক গুণ। তার তৈরি বিভিন্ন মাইক্রো আর্ট মডেল ইতিমধ্যেই সকলের নজর আকর্ষণ করেছে। এই মাইক্রো আর্টগুলি তৈরি করতে সে ব্যবহার করছে মডেলিং ক্লে, মাটি, রঙ, আঠা, সুতো, কাগজ ও আরও বেশকিছু উপকরণ।
advertisement

শিল্পী যশস্বী সরকার জানান, এই মাইক্রো আর্ট বানানোর জন্য দীর্ঘ সময় ধরে ইচ্ছে ছিল তাঁর। তবে সেই ইচ্ছে পূরণ হতে শুরু করে করোনা সময় থেকে। তাঁর বাবা এবং মা দু’জনেই তাঁকে এই বিষয় নিয়ে দারুণ ভাবে সাহায্য করে থাকেন। যখন যে জিনিসের প্রয়োজন তখন সেই জিনিস কিনে দিয়ে থাকেন তাঁরা দু’জন।

advertisement

যশস্বী সরকারের বাবা রাজু সরকার এবং মা সংজ্ঞা বণিক জানান, মেয়ের এই প্রতিভা তাঁরা বুঝতে পারেন তাই মেয়েকে আরও উৎসাহ দিতে শুরু করেন। এখন মেয়ে অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে এই মাইক্রো আর্ট তৈরিতে। প্রতিনিয়িত সে অনেক ধরনের মাইক্রো আর্ট তৈরি করেই চলেছে। তবে আগে যেগুলি সে তৈরি করত সেগুলি এত ভাল হত না। বর্তমানে তাঁর কাজের মান আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

advertisement

আরও পড়ুন : জন্মাষ্টমী কবে? কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? জানুন কখন পুজো করলে সেরা ফল পাবেন

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

যাঁরা তাঁর এই মডেলগুলি দেখেছেন, তাঁরা সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তবে আগামী দিনে যশস্বী আরও বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে চায়। যাতে তাঁর প্রতিভা আরও বিকশিত হয়। তবে আগামী দিনে এই শিল্পী আরও ভাল ভাল মডেল তৈরি করে সকলকে চমকে দেবে, এ টুকু নিশ্চিত। সেই যিনি প্রতিনিয়ত নিজেকে আরও ভাল করে তোলার অনুশীলন সে করেই চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Young Achiever: সামান্য উপকরণে অসামান্য শিল্প! ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার কৃতিত্বে তাজ্জব সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল