শিল্পী যশস্বী সরকার জানান, এই মাইক্রো আর্ট বানানোর জন্য দীর্ঘ সময় ধরে ইচ্ছে ছিল তাঁর। তবে সেই ইচ্ছে পূরণ হতে শুরু করে করোনা সময় থেকে। তাঁর বাবা এবং মা দু’জনেই তাঁকে এই বিষয় নিয়ে দারুণ ভাবে সাহায্য করে থাকেন। যখন যে জিনিসের প্রয়োজন তখন সেই জিনিস কিনে দিয়ে থাকেন তাঁরা দু’জন।
advertisement
যশস্বী সরকারের বাবা রাজু সরকার এবং মা সংজ্ঞা বণিক জানান, মেয়ের এই প্রতিভা তাঁরা বুঝতে পারেন তাই মেয়েকে আরও উৎসাহ দিতে শুরু করেন। এখন মেয়ে অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে এই মাইক্রো আর্ট তৈরিতে। প্রতিনিয়িত সে অনেক ধরনের মাইক্রো আর্ট তৈরি করেই চলেছে। তবে আগে যেগুলি সে তৈরি করত সেগুলি এত ভাল হত না। বর্তমানে তাঁর কাজের মান আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন : জন্মাষ্টমী কবে? কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? জানুন কখন পুজো করলে সেরা ফল পাবেন
যাঁরা তাঁর এই মডেলগুলি দেখেছেন, তাঁরা সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তবে আগামী দিনে যশস্বী আরও বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে চায়। যাতে তাঁর প্রতিভা আরও বিকশিত হয়। তবে আগামী দিনে এই শিল্পী আরও ভাল ভাল মডেল তৈরি করে সকলকে চমকে দেবে, এ টুকু নিশ্চিত। সেই যিনি প্রতিনিয়ত নিজেকে আরও ভাল করে তোলার অনুশীলন সে করেই চলেছে।