ঘরের এক কোনায় পড়ে রয়েছে সমরেশ মজুমদারের সেই প্রিয় বই। যার ওপর জমে গেছে ধুলোবালি। বইগুলো, যা একসময় ডুয়ার্সের সবুজে খেলা ও স্থানীয় জীবন নিয়ে লিখিত হয়েছে। আজ তাদের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তার শূন্য চেয়ার, যেখানে তিনি বহুরচনা করেছেন, এখন একাকী। তবে, স্থানীয় মানুষদের মধ্যে এখন এক নতুন দাবি উঠেছে—এই বাড়িটি কি একটি মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হতে পারে না?
advertisement
স্থানীয় নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকরা এবং ডুয়ার্সবাসী মনে করেন, এই বাড়ির ইতিহাস এবং সমরেশ মজুমদারের সাহিত্যিক কর্মকাণ্ডকে সংরক্ষিত করলে এটি শুধু এলাকাবাসী নয়, পর্যটকদেরও আকৃষ্ট করবে। মিউজিয়াম হলে, ডুয়ার্সের ইতিহাস জানার সুযোগ পাবেন পর্যটকরা। এক সময়ের বিশিষ্ট সাহিত্যিকের জীবনও থাকবে তাদের কাছে জীবন্ত।
আরও পড়ুনঃ Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ
যে গয়েরকাটায় একসময় সমরেশ মজুমদার তাঁর সাহিত্য সৃষ্টি করেছেন, সেখানে যদি একটি স্মৃতিসৌধ তৈরি হয়। তবে তা শুধুমাত্র এই এলাকার ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে না, বরং বিশ্ববাসীকে জানাবে সেই এক বিশেষ সময়ের কথা। যখন সমরেশ মজুমদার সেখানে ছিলেন।
সুরজিৎ দে