Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ

Last Updated:

Toto News: বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে এসে এবার আর খরচ করতে হবে না টোটোর পিছনে মোটা অঙ্কের টাকা জানুন। বিশ্বভারতীর প্রাক্তনীদের উদ্যোগে শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য এই অ্যাপ যাত্রীদের সুরক্ষাও দেবে।

+
টোটো

টোটো

বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত কবিগুরুর লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে এবার শুরু হল ‘টোটো ওয়ালা’ অ্যাপ। এবার আর পাঁচটা যেমন ওলা, উবের, র‍্যাপিডোর কায়দায় এই অ্যাপ থেকে বোলপুরে আগত পর্যটকরা টোটো বুকিং করে ঘুরতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাস, কোপাই, সোনাঝুরি হাট প্রভৃতি দর্শনীয় জায়গা। বিশ্বভারতীর প্রাক্তনীদের উদ্যোগে শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য এই অ্যাপ যাত্রীদের সুরক্ষাও দেবে অন্তত এমনটাই দাবি, অ্যাপ নির্মাতাদের। এছাড়াও অন্যদিকে বোলপুরে আগত পর্যটকদের টোটো চালকেরা বিভিন্ন সময় বিভিন্ন ভাড়া নিয়ে থাকেন সেই সমস্যা থেকেও রেহাই মিলবে এই অ্যাপের মাধ্যমে।
এই টোটো ওয়ালা অ্যাপে থাকবে না ভাড়া নিয়ে বিবাদ। প্রথমে ভাড়া দেখেই বুকিং করতে পারবেন বোলপুরে আগত পর্যটকরা। টোটো ওয়ালা অ্যাপের নির্মাতাদের মধ্যে অন্যতম বিশ্বভারতীর প্রাক্তনী শুভ নাথ বলেন,”প্লে-স্টোর থেকে সহজেই এই অ্যাপ ডাইনলোড করে বুকিং করতে পারবেন পর্যটকরা। এখনও পর্যন্ত প্রায় ১০০ জন টোটো চালক এই অ্যাপ এর সঙ্গে যুক্ত হয়েছেন। অ্যাপে চালকদের আধার কার্ড, ছবি, ফোন নম্বর থাকছে। ফলে যাত্রী সুরক্ষা থাকছে। এছাড়া, ভাড়া নিয়ে কাউকে বচসা করতে হবে না। এই অ্যাপে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভাড়া নির্ধারণ করা রয়েছে ফলে পর্যটকেরা দেখে শুনেই বুকিং করতে পারবেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত সারা বছর বহু পর্যটক আসেন বোলপুর-শান্তিনিকেতনে। মূলত এই শীতের সময় এই বোলপুর শান্তিনিকেতনে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। কারণ এই বোলপুর শান্তিনিকেতনে রয়েছে একাধিক দেখার জায়গা যেমন বিশ্বভারতী ক্যাম্পাস, রবীন্দ্রভবন সংগ্রহশালা, সৃজনী শিল্পগ্রাম, আমার কুটির,কোপাই নদী, সোনাঝুরির খোয়াই হাট, সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির প্রভৃতি ঘুরে দেখার জন্য যানবাহন বলতে টোটো।তবে এই টোটোর নির্দিষ্ট কোনও ভাড়া বেঁধে দেয়নি বোলপুর পুরসভা বা শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। ফলে নিত্যদিনই পর্যটকদের সঙ্গে টোটো চালকদের ভাড়া নিয়ে বচসা বাঁধে। এবার এই বড় সমস্যা থেকে মুক্তি পাবে পর্যটকেরা।
advertisement
তাই এবার ‘টোটো ওয়ালা’ অ্যাপ চালু করল বিশ্বভারতীর কয়েকজন প্রাক্তনী। নিজের নাম, ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে অ্যাপটি লগ ইন করতে হবে। অ্যাপটি খুব সহজেই মিলবে প্লে স্টোর থেকে। সেখানে শান্তিনিকেতন ভ্রমণের এক একটি জায়গার নাম ও ভাড়া লেখা থাকছে। তা দেখে ক্লিক করে বুকিং করতে পারবেন যাত্রীরা। এমনকী, ঘণ্টা হিসাবেও টোটো বুকিং করা যাবে, দিনভর প্যাকেজ হিসাবেও বুকিং করা যাবে। টোটো বুকিংয়ের সবরকম সুবিধা ও অপশন থাকছে পর্যটকদের জন্য। তাই এবার যদি পৌষ মেলাতে আপনি বোলপুর আসেন তাহলে এই অ্যাপের মাধ্যমেই বুকিং করতে পারবেন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement