অল্পের জন্য রক্ষা পেল বিশাল মার্কেট কমপ্লেক্সে। দমকলের প্রচেষ্টায় বড় বিপদ হয়নি। নাহলে হয়তো বিশাল মার্কেটটি এদিন পুড়ে ভস্মীভূত হয়ে যেত।হঠাৎ মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বেরতে দেখে সতর্ক হয়ে ওঠেন সকলে। ফলে বড়োসড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় মালদহের চাঁচোল সদরের এই মার্কেট কমপ্লেক্সটি। জানা গিয়েছে, বন্ধ জুতোর দোকানে আগুন ধরে গিয়েছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাজারে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচলের নেতাজি মোড় এলাকায়। মার্কেটের একতলার প্রথম সারিতে থাকা একটি বন্ধ জুতোর দোকানে থেকে ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই জুতোর দোকানে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান স্থানীয়দের। তবে দমকলের প্রচেষ্টায় আশেপাশের অন্য কোনও দোকানে আগুন ছড়ায়নি। এদিকে এমন একটি গুরুত্বপূর্ণ মার্কেট কমপ্লেক্সে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী। কীভাবে এই আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে দমকল। যদিও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়।
হরষিত সিংহ