Dakshin Dinajpur News: সময় বেতন দেয় না, পিএফ নিয়েও গরমিল! ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রতিমাসে নিয়মিত বেতন মেলে না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও তা দিন দিন পিছিয়ে যাচ্ছে
দক্ষিণ দিনাজপুর: প্রতিমাসে সময়ে বেতন মেলে না। চলতি মাসে ১৫ তারিখ হয়ে গেলেও এখনও বেতন পাননি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্বাস্থ্য দফতরকে জানিয়েও কোনও কাজ হয়নি৷ সেই সঙ্গে পিএফ-এর টাকাও কম জমা পড়ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখালেন এই অস্থায়ী কর্মীরা।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রতিমাসে নিয়মিত বেতন মেলে না। মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও তা দিন দিন পিছিয়ে যাচ্ছে। পিএফ-এর টাকাও ঠিক করে জমা পড়ছে না। এই অবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন ওই কর্মীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও এদিন হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রেখেই অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হন। আগামী সোমবারের মধ্যে বেতন না হলে কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ কর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী ওই কর্মীরা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। ওই সংস্থার অধীনে সব মিলিয়ে ১৯৮ জন কর্মী আছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ৷ পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2023 5:29 PM IST










