এই প্রসঙ্গে দার্জিলিং ঋষি হাটের নিউ হোপ ফাউন্ডেশন এর সদস্য নেত্র বারাইলি বলেন মেয়েদের সম্মান জানিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট। এ বছর দ্বিতীয় বর্ষে ঋষিহাট হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গত বছর ভালো সাড়া পেয়েছি মোট ২২ টি টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল এই বছরও আশা রাখছি সকলের ভালো সাড়া পাবো। শিলিগুড়ি সিকিম কালিম্পং সহ বিভিন্ন জেলা থেকে এই খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ডিসেম্বরের ১৭ তারিখ।
advertisement
চলতি বছরেও দ্বিতীয় এই ওমেন্স নকআউট ফুটবল টুর্নামেন্ট ছাড়া ফেলবে সকলের মনে। বর্তমানে এমন বহু মহিলা রয়েছে যারা নিজেদের প্রতিভাকে সামনে তুলে ধরতে পারে না সেই অর্থেই এই টুর্নামেন্ট এমন একটি প্লাটফর্ম যেখান থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত মহিলারা তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারবে।
Sujoy Ghosh






