TRENDING:

Maldah Station: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব‍্যাগ, সঙ্গে শিশু...ব‍্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Maldah Station: পাঁচ বছরের ছেলের হাত ধরে ট্রেন থেকে নামছেন মহিলা। একেবারেই সাদাসিধে পোশাক মহিলার পিঠে ছোট্ট একটি সাইড ব্যাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পাঁচ বছরের ছেলের হাত ধরে ট্রেন থেকে নামছেন মহিলা। একেবারেই সাদাসিধে পোশাক মহিলার পিঠে ছোট্ট একটি সাইড ব্যাগ। দূরপাল্লা ট্রেনের জেনারেল কামরা থেকে নামতেই মহিলাকে আটক করে জিআরপি থানার পুলিশ। ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। মহিলার ছোট্ট ব্যাগেই কোটি কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী। যা নিয়ে রীতিমতো এদিন তোলপাড় মালদহ টাউন স্টেশন।
পুলিশ হেফাজতে অভিযুক্ত মহিলা
পুলিশ হেফাজতে অভিযুক্ত মহিলা
advertisement

ঘটনায় মহিলাকে গ্রেফতার করেছে মালদহ জিআরপি থানার পুলিশ। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে মহিলা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম সামিনা খাতুন। স্বামী হজরত আলী পেশায় শ্রমিক। বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকায়। মহিলা আসামের কামাক্ষা থেকে নিউ ফরাক্কা যাচ্ছিল। ডাউন কামাক্ষা-পুরি স্টেশনের যাত্রী ছিলেন সামিনা খাতুন।

আরও পড়ুন: বাংলাদেশের ছায়া ভারতের পরিযায়ী শ্রমিকদের উপর! জানেন কী ঘটছে মালদহ-মুর্শিদাবাদে? বড় অভিযোগ তুললেন সাংসদ

advertisement

ট্রেনের জেনারেল কামরায় ছিলেন ধৃত। মহিলার সঙ্গে ছিল পাঁচ বছরের ছেলে। গোপন সূত্রে মালদহ জিআরপি থানার পুলিশ জানতে পারে ডাউন কামাক্ষা-পুরি ট্রেনে কোটি টাকার মাদক চোরাপথে পাচার হচ্ছে। মালদহ টাউন স্টেশনে এদিন ট্রেনটি পৌঁছালেই জিআরপি পুলিশ কর্তারা তল্লাশি চালায়। এক নম্বর প্লাটফর্মে ট্রেনটি দাঁড়ায় ট্রেনের জেনারেল কামরায় কাছে সন্দেহজনক মহিলাকে আটক করে পুলিশ। মহিলার সাইড ব্যাগে ছিল একটি প্যাকেটে হেরোইন। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে।

advertisement

View More

প্রাথমিক তদন্তে জিআরপি থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত মহিলা কামাখ্যা থেকে ফারাক্কায় নিয়ে যাচ্ছিল মাদকের প্যাকেট। চোরা বাজার থেকে উদ্ধার হয়েছে ৫৯৪ গ্রাম হেরোইন। সূত্রের খবর, চোরা বাজারে যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা।

আরও পড়ুন: ঠিকমতো কথা শোনাই যাচ্ছে না! ফোনের স্পিকারের শব্দ কমে গিয়েছে? সেটিংসেই লুকানো আছে বাড়ানোর উপায়! এখনই জানুন

advertisement

জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, উপযুক্ত মহিলা ব্রাউন সুগার পাচার চক্রের সঙ্গে জড়িত। কামাখ্যা থেকে কেউ বা কারা তাকে ব্রাউন সুগার গুলি ফারাক্কায় নিয়ে আসার জন্য দিয়েছিল। ফারাক্কায় পৌঁছে অন্য এক পাচারকারীর হাতে প্যাকেট তুলে দেওয়ার কথা ছিল অভিযুক্ত মহিলার। কিন্তু তার আগেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

আরও পড়ুন: শ‍্যুট থেকে বাদ! নায়িকার জায়গায় রাখা হয় কুকুর! এখন ৩৩৩০ কোটির সম্পত্তি…চিনতে পারছেন সুন্দরী অভিনেত্রীকে?

advertisement

মালদহ জিআরপি থানার আইসি প্রশান্ত রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। মহিলার হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ গ্রাম হেরোইন। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করবে মালদহ জিআরপি থানার পুলিশ। মহিলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah Station: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব‍্যাগ, সঙ্গে শিশু...ব‍্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল