জলের ভয়াবহ স্রোতে গধেয়ারের পাশের গোরুমারা অভয়ারণ্যের একাংশে বন্যপ্রাণীরও তাণ্ডব দেখা গিয়েছে। নদীর জলে কোথাও ভেসে যাচ্ছে গন্ডারের মৃতদেহ, কোথাও হরিণ ঢুকে পড়ছে লোকালয়ে। এছাড়া, বুনো শুয়োর ও হাতি শাবক সহ কিছু প্রাণী জলঢাকা নদীর চরে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছে, এমন ছবিও প্রকাশ্যে এসেছে। সেই সময় নদীর প্রবাহ এতই ভয়ঙ্কর ছিল যে, মৃতদেহ নদীর স্রোতে বাংলাদেশে কুড়িগ্রামের সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে।
advertisement
আরও পড়ুন : বহুদিন বাদে আবার সেই দৃশ্য! গভীর রাতে থমকে গেল পরপর সব গাড়ি! যা দেখা গেল, বিশ্বাস হবে না
বর্তমানে ৪ দিন পর নদীর জল কিছুটা কমলেও, এলাকা এখনও বন্যপ্রাণীর আতঙ্ক যায় নি। শুক্রবার সকাল ৬টা নাগাদ ধুপগুড়ির মধ্য খুট্টিমারি এলাকায় ৫ জনের ওপর বুনো শুয়োরের আক্রমণ ঘটে। আহতদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। আহতরা হলেন ,মমতা রায় (৪০), জয়া রায় (৫০), স্বরবালা রায় (৬৬), হিরম্ভ রায় (২৪) এবং কোড রায় (৬০)। মমতা রায়কে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হলেও বাকি চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা জানান, এমন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণীর হঠাৎ আগমনে এলাকার মানুষ এবং প্রাণী, দুই পক্ষকেই বিপদে ফেলে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী দল এবং প্রতিবেশীরা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এই ঘটনার পর গধেয়ার খুঁটির মানুষদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হল নিরাপদ আশ্রয় ও খাদ্য, পাশাপাশি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত প্রাণী ও পরিবেশের পুনর্বাসন!