ছোট একটি সন্তান রেখে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে গিয়েছে।
ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেললেন এক স্বামী। ঘটনাটি আলিপুরদুয়ার ২ ব্লকের দক্ষিণ সলসলাবাড়ির বিশ্বাস পাড়ার। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ দেখতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে এলাকায়।
আরও পড়ুন- আর ফেরা হল না বাড়ি, ভয়ঙ্কর দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু ২ যুবকের, শোক-হাহাকার পরিবারে
advertisement
সকলের মুখে মুখে ঘুরছে এই শ্রাদ্ধের কথা। রীতিমতো পুরোহিত ডেকে নিজের জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেলেছেন স্বামী ইন্দ্রজিৎ দাস। তিনি বলেন, “স্ত্রী স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছিল। তার পর পাঁচ বছরের একটি সন্তান রেখে যখন ও চলে যেতে পারল, তখন এই বাড়িতে ওর আর ঠাঁই হবে না। সেই কারণে আমি পুরোহিত ডেকে শ্রাদ্ধ করেছি।”
জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করতে ইন্দ্রজিৎ দাসকে এলাকাবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শোনেননি কারও কথা। রীতিমতো স্ত্রী-র ছবিতে মালা পড়িয়ে সব নিয়ম মেনে তিনি শ্রাদ্ধ করেন। এলাকাবাসীদের ডেকে খাওয়ান। তিনি তাঁর সন্তানকে জানিয়েছেন, তার মা এই পৃথিবীতে আর নেই, তা যেন সে মেনে নেয়।
Annanya Dey