এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও, এখনও পর্যন্ত চোরদের কোনও সন্ধান মেলেনি। প্রদীপবাবু পেশায় সাংবাদিক। সংশ্লিষ্ট মহলের দাবি, একজন সংবাদকর্মীর বাড়িতে এভাবে চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শহরে ড্রাগস ব্যবসার রমরমাই এই অপরাধের বাড়বাড়ন্তের অন্যতম মূল কারণ। দিনে দুপুরে ছিনতাই, রাতের অন্ধকারে চুরির ঘটনা সব মিলিয়ে জলপাইগুড়ি এখন কার্যত ভয় এবং অনিশ্চয়তার আবহে আচ্ছন্ন।
advertisement
আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে ফের ভাঙন, বিপর্যস্ত যান চলাচল
অন্যদিকে শহরবাসীর দাবি, দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক, এবং নিত্য অপরাধ দমনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় ভূমিকা নিক। পুজোর আগে নিরাপত্তা নিশ্চিত না হলে, উৎসবের আনন্দ মাটি হতে বাধ্য, এমনই আশঙ্কা অনেকের।
আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু নওদার একই পরিবারের চারশ্রমিকের
জলপাইগুড়ি, যেটি একসময় শান্তিপ্রিয় শহর হিসেবে পরিচিত ছিল, এখন যেন অস্থিরতার নগরীতে পরিণত হচ্ছে। সাধারণ মানুষ তাই চাইছেন, আবারও ফিরুক সেই নিরাপদ, নিশ্চিন্ত দিনের জলপাইগুড়ি।