উৎসবের মরশুমে জঙ্গল ঘেরা রিসর্টগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এদিন ঘন জঙ্গল লাগোয়া একটি রিসোর্ট থেকে উদ্ধার করা হয় বিশালাকার কিং কোবরা। জানা যায়, রবিবার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই কিং কোবরাটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন – Job Vacancy: চাকরি পেতে চান, আপনার জেলাতেই এবার অনেক ভ্যাকেন্সি
advertisement
চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাই এসে সেটিকে উদ্ধার করে। এদিন রিসর্টের কর্মীরা কিং কোবরা টিকে রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখে। এরপরেই আতঙ্কিত হয়ে পরেন সকলই। দ্রুত খবর দেওয়া হয় দিবসকে।
দিবস এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করে বন্দি করে। দিবস জানায়, কিং কোবরাটি লম্বায় প্রায় ১০ ফিট। তবে সেটি সুস্থ আছে। বনদফতরের সাহায্যে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য,ওই রিসোর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। এদিন কিং কোবরার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় সেটিকে দেখতে।
Surajit Dey