Job Vacancy: চাকরি পেতে চান, আপনার জেলাতেই এবার অনেক ভ্যাকেন্সি

Last Updated:

Job Vacancy News: পূর্ব বর্ধমান জেলায় বেসরকারি সংস্থায় রয়েছে একাধিক পদে চাকরি, করুন আবেদন , সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন ৭০০১৮২৫৪২২ অথবা ৭৫৫৭৮৩০২৬৩ এই নম্বরে

একাধিক পদে চাকরি
একাধিক পদে চাকরি
পূর্ব বর্ধমান: এ বার (সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি.) বর্ধমান শাখায় বেসরকারী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে সামিউন অ্যাগ্রম্যারিন নামক এই বেসরকারী সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হিন্দি ও ইংরেজি ভাষায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার রয়েছে।
সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ডেভেলপার (Social Media Branding Developer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। এবং শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা :- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে
advertisement
১) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন সামগ্রী তৈরি এবং ব্র্যান্ডিং বিপণনে দক্ষতা থাকতে হবে। যেমনঃ- Facebook, YouTube, Linkedin ইত্যাদি প্লাটফর্ম।
২) একটি নির্দিষ্ট 2D / 3D অ্যানিমেশনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা জ্ঞান।
৩) ভিডিও এডিটিং-এ বিশেষ দক্ষতা।
প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯৫০০ টাকা থেকে ১৬৫০০ টাকা (অভিজ্ঞতার উপর ভিত্তি করে) এবং ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
সেলস ম্যানেজার পদের জন্য মোট (১) এক জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা :-কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹18,500/- থেকে ₹20,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার পদের জন্য মোট (৬) ছয় জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹12,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
সেলস প্রোমোটার পদের জন্য মোট (৪২) বিয়াল্লিশ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস । অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া / বাংলা / গুজরাতি / মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹8,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
কল্টিভেশন ট্রেনার (Field Trainer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹9,600/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে। (এটি হল দক্ষ বাগানের কাজ বিভিন্ন ধরণের গাছের প্রচার ও চাষ: পরিকল্পনা, স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা ল্যান্ডস্কেপ করা জায়গাগুলি সরকারী জমিতে; এবং জনসাধারণের জন্য উদ্যানপালন কর্মসূচির পরিকল্পনা, পরিচালনা এবং সমন্বয়।)
এই নভেম্বর মাসে ১৯ তারিখ অবধি অর্থাৎ ১৯-১১-২০২৩ অনুযায়ী পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন । ইন্টারভিউর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেয়া হবে ২০ শে নভেম্বর সোমবার।
সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন ৭০০১৮২৫৪২২ অথবা ৭৫৫৭৮৩০২৬৩ এই নাম্বারে ।
Banowarilal Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Vacancy: চাকরি পেতে চান, আপনার জেলাতেই এবার অনেক ভ্যাকেন্সি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement