জানা গিয়েছে, চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুয়া গ্রামের বাসিন্দা রাহেদুল ইসলাম। পেশায় দিনমজুরি কাজ করে রাহেদুল ইসলাম। রাহেদুল ইসলামের স্ত্রী অর্জুনা খাতুন প্রায় আড়াই মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাকিব রেজা। বয়স আড়াই মাস। রাকিব রেজা নামে ওই শিশুটি বিরল রোগে আক্রান্ত হয়ে জন্ম নেই। শিশুটির চিকিৎসার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে শিশুটির বাবা মা। কিন্তু টাকা পয়সার অভাবে জন্য শিশুটির চিকিৎসা করাতে পারছেন না শিশুটির বাবা মা।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও শিশুটির চিকিৎসা করাতে পারছেন না রাহেদুল ইসলাম। গ্রামবাসীরা জানিয়েছেন, শিশুটি বিরল রোগে আক্রান্ত হয়ে জন্ম নিয়েছে। শিশুটির চিকিৎসার জন্য প্রথমে শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও ঠিক মতো চিকিৎসা না হওয়ায় কোলকাতার পিজিতে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: কে সেই প্রভাবশালী? কাঁথি টেন্ডার দুর্নীতিতে বিরাট মোড়! কোমর বেঁধে নামল সিবিআই
কিন্তু সেখানেও শিশুটির চিকিৎসার জন্য তেমন কোনও সারা পাচ্ছেন। অন্যদিকে বেসরকারি নার্সিং হোমে শিশুটির অপারেশনের জন্য প্রায় তিন থেকে চার লক্ষ্য টাকা খরচ পরবে। কিন্তু অসহায় দিনমজুরি পরিবারের পক্ষে সেই টাকা যোগাড় করা সম্ভব নেই। তাই শিশুটির চিকিৎসার জন্য এবার মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: গঙ্গাস্নান করে শাঁখা পরেন মহিলারা, বাংলার এই মেলা মহিলাদের মধ্যে খুব জনপ্রিয়
অন্যদিকে এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন জানিয়েছেন, যেসব হাসপাতাল গুলিতে কেন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে না বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তার পাশাপাশি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্য করার পাশাপাশি দ্রুত চিকিৎসার জন্য ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।