এ দিন ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদার যাবার পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের খোভ প্রকাশ করেন। উল্লেখ্য, চকরাম প্রসাদ গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের কল দেওয়া হয়। এক বছরের বেশি সময় আগে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি কল পৌঁছলেও পৌঁছয়নি জল।
আরও পড়ুনঃ কাছে টেনে জড়িয়ে নিলেন শোভন, বৈশাখীকে কী কী উপহারে ভরিয়ে দিলেন? জানলে হকচকিয়ে যাবেন
advertisement
খরার মরসুমে চরম জলকষ্টে গ্রামবাসীরা। বিশেষ করে বাড়িতে কল থাকা সত্ত্বেও তাতে জল না পড়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। চকরাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছেন বালুঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
এ দিন বালুঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, পিএইচই থেকে বাড়ি বাড়ি জল প্রকল্পের নিম্নমানের কাজ হয়েছে। বিষয়টি পিএইচইকে জানাব। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প কেন জল পাচ্ছে না বিষয়টি কেন্দ্রীয় টিমকে তদন্ত করার কথা বলা হবে।
সুস্মিতা গোস্বামী