*জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানে লেখেন, জন্মদিন পালনের মেজাজে ছিলেন না তিনি। তার কারণও জানান। ছবিঃ ফেসবুক।
4/ 16
*মনের মানুষের জন্মদিন বলে কথা, স্পেশ্যাল তো হতেই হবে৷ তাই মাঝরাতেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন৷ কেক কাটা থেকে শুরু করে উপহারের ডালি, কোনও কিছুতেই খামতি রাখেননি শোভন চট্টোপাধ্যায় ও মহুল৷ ছবিঃ ফেসবুক।
5/ 16
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মা অসুস্থ, তাই তাঁর মন ভাল ছিল না। কিন্তু মুহূর্তটা সুন্দর করে তুলতে বদ্ধপরিকর ছিলেন শোভন ও মহুল। তাই তাঁদের হতাশ করতে চাননি। তাঁদের ইচ্ছেতেই মধ্যরাতে জমে উঠছিল জন্মদিনের সেলিব্রেশন। ছবিঃ ফেসবুক।
6/ 16
*বৈশাখী লিখেছেন, জন্মদিনে যেভাবে আমায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তাতে আমি আপ্লুত। শুধু মায়ের জন্য প্রার্থনা করুন। ছবিঃ ফেসবুক।
7/ 16
*মায়ের মন খারাপ। তাই মন ভাল রাখতে মায়ের জন্মদিনে কোনও খামতি রাখেনি ছোট্ট মহুল। আনন্দে ভরিয়ে তুলতে তুলেছিল গোটা বাড়ি। বারবার মাকে জড়িয়ে ধরে ছবি তুলেছে। ছবিঃ ফেসবুক।
8/ 16
*শুভ দিনের মধ্যরাতে পরিবার এবং প্রিয় মানুষদের সঙ্গে নাচে গানে মেতে উঠেছিলেন। ছবিঃ ফেসবুক।
9/ 16
*এ দিন ছবি শেয়ার করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ বার্তায় লেখেন, "আমার আর কিছু চাওয়ার নেই। শুধু মা, শোভন, মহুল ও পরিবারের মানুষদের স্বার্থহীন ভালবাসা যেন পাই, এটুকুই চাওয়া।" ছবিঃ ফেসবুক।
*শাড়িতে তিনি অপরূপা। শাড়ি পরতে পছন্দ করেন। তাঁর শাড়ির কালেকশন যে কোনও মহিলার কাছে ঈর্ষার। কিন্তু জন্মদিনে পরিবারের সঙ্গে সেলিব্রেশনের সময়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন লাল-সাদার মিশেলে একটি লং গাউন, সঙ্গে ছিল লাল ওড়না। ছবিঃ ফেসবুক।
12/ 16
*শোভন চট্টোপাধ্যায় এ দিন উপহারে উপহারে ভরিয়ে দিয়েছেন তাঁর 'বৈশাখী'কে। কার্ড দিতেও ভোলেননি। কার্ডে লেখা ছিল 'ডার্লিং ওয়াইফ'। ছবিঃ ফেসবুক।
13/ 16
*জন্মদিনের উপহার। ছবিঃ ফেসবুক।
14/ 16
*মধ্যরাতে তখন কেক কাটা চলছে। ছবিঃ ফেসবুক।
15/ 16
*ফেসবুকে লেখা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন পোস্ট। ছবিঃ ফেসবুক।
*জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানে লেখেন, জন্মদিন পালনের মেজাজে ছিলেন না তিনি। তার কারণও জানান। ছবিঃ ফেসবুক।
*মনের মানুষের জন্মদিন বলে কথা, স্পেশ্যাল তো হতেই হবে৷ তাই মাঝরাতেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন৷ কেক কাটা থেকে শুরু করে উপহারের ডালি, কোনও কিছুতেই খামতি রাখেননি শোভন চট্টোপাধ্যায় ও মহুল৷ ছবিঃ ফেসবুক।
*বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মা অসুস্থ, তাই তাঁর মন ভাল ছিল না। কিন্তু মুহূর্তটা সুন্দর করে তুলতে বদ্ধপরিকর ছিলেন শোভন ও মহুল। তাই তাঁদের হতাশ করতে চাননি। তাঁদের ইচ্ছেতেই মধ্যরাতে জমে উঠছিল জন্মদিনের সেলিব্রেশন। ছবিঃ ফেসবুক।
*এ দিন ছবি শেয়ার করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ বার্তায় লেখেন, "আমার আর কিছু চাওয়ার নেই। শুধু মা, শোভন, মহুল ও পরিবারের মানুষদের স্বার্থহীন ভালবাসা যেন পাই, এটুকুই চাওয়া।" ছবিঃ ফেসবুক।
*শাড়িতে তিনি অপরূপা। শাড়ি পরতে পছন্দ করেন। তাঁর শাড়ির কালেকশন যে কোনও মহিলার কাছে ঈর্ষার। কিন্তু জন্মদিনে পরিবারের সঙ্গে সেলিব্রেশনের সময়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় পরেছিলেন লাল-সাদার মিশেলে একটি লং গাউন, সঙ্গে ছিল লাল ওড়না। ছবিঃ ফেসবুক।