কোচবিহারের এক বাসিন্দা সঞ্জয় সরকার জানান, ” বিষয়টি সত্যিই দারুণ আকর্ষণীয়। বহু মানুষ আসছেন গেটের ছবি তুলতে। দিনহাটা শহরের প্রবেশের আগে বুড়ি মাতার পাটের ঠিক সামনেই তৈরি করা হয়েছে এই গেট। গেটের কারুকার্য যে-কোনও মানুষের মন আকর্ষণ করবে এটুকু নিশ্চিত। আগামিদিনে এই গেটের আকর্ষণে আরও বহু মানুষ ঘুরতে আসবেন এই মহকুমা এলাকায়। যদিও এখনও গেটের উদ্ভোধন করা হয়নি। তবে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।”
advertisement
আরেক বাসিন্দা মানিক সরকার জানান, “দীর্ঘ সময় ধরে বহু মানুষ দিনহাটা মহকুমায় ঘুরতে আসেন। এই গেট আকর্ষণ করছে বহু মানুষকে। এই গেটের মধ্যে সুন্দর ভাবে দিনহাটা এলাকার দুর্গা পুজোর বিষয়টি তুলে ধরা হয়েছে।” দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক আনুকূল্যে এই গেট তৈরি করা হয়েছে। এই গেট ভবিষ্যতে বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এছাড়াও এখানে তৈরি হওয়া সেলফি জোন ইতিমধ্যেই বহু মানুষের পছন্দ।”
Sarthak Pandit





