TRENDING:

Welcome Gate: সীমান্ত লাগোয়া শহরে নতুন আকর্ষণ, উপচে পড়ছে পর্যটকদের ভিড়, কেন জানেন? পড়ুন

Last Updated:

দিনহাটা শহরের আকর্ষণ আরোও বাড়িয়ে তুলতে নতুন ভাবে তৈরি করা হল শহরে প্রবেশের মুখে ওয়েলকাম গেট। এছাড়াও তৈরি করা হচ্ছে সেলফি জোন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: জেলা কোচবিহারের দিনহাটা মহকুমা। জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই মহকুমা দীর্ঘ সময় ধরে প্রসিদ্ধ উত্তরের বিগ বাজেটের দুর্গা পুজোর জন্য। প্রতি বছর ভাল ও বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয় এই মহকুমা এলাকায়। এই পুজো দেখতে শুধুই জেলার  মানুষ  নয়, অন্যান্য জেলা, ভিন রাজ্য ও বিদেশের মানুষেরাও এসে থাকেন। এই শহরের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে নতুন ভাবে তৈরি করা হল শহরে প্রবেশের মুখে ওয়েলকাম গেট। এছাড়াও তৈরি করা হচ্ছে সেলফি জোন।
advertisement

কোচবিহারের এক বাসিন্দা সঞ্জয় সরকার জানান, ” বিষয়টি সত্যিই দারুণ আকর্ষণীয়। বহু মানুষ আসছেন গেটের ছবি তুলতে। দিনহাটা শহরের প্রবেশের আগে বুড়ি মাতার পাটের ঠিক সামনেই তৈরি করা হয়েছে এই গেট। গেটের কারুকার্য যে-কোনও মানুষের মন আকর্ষণ করবে এটুকু নিশ্চিত। আগামিদিনে এই গেটের আকর্ষণে আরও বহু মানুষ ঘুরতে আসবেন এই মহকুমা এলাকায়। যদিও এখনও গেটের উদ্ভোধন করা হয়নি। তবে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।”

advertisement

আরেক বাসিন্দা মানিক সরকার জানান, “দীর্ঘ সময় ধরে বহু মানুষ দিনহাটা মহকুমায় ঘুরতে আসেন। এই গেট আকর্ষণ করছে বহু মানুষকে। এই গেটের মধ্যে সুন্দর ভাবে দিনহাটা এলাকার দুর্গা পুজোর বিষয়টি তুলে ধরা হয়েছে।” দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক আনুকূল্যে এই গেট তৈরি করা হয়েছে। এই গেট ভবিষ্যতে বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এছাড়াও এখানে তৈরি হওয়া সেলফি জোন ইতিমধ্যেই বহু মানুষের পছন্দ।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
রথ দেখা কলা বেচা! জনপ্রিয় গান গেয়ে চলছে চা বিক্রি! চাওয়ালার গান ভাইরাল, শুনতেই ভিড়
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Welcome Gate: সীমান্ত লাগোয়া শহরে নতুন আকর্ষণ, উপচে পড়ছে পর্যটকদের ভিড়, কেন জানেন? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল