TRENDING:

Weekend Trip: উত্তরবঙ্গে 'সমুদ্র সৈকত'! স্বপ্নের মতো সুন্দর মালদহের 'এই' জায়গা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন একবেলায়

Last Updated:

Weekend Trip: মালদহের ইংরেজবাজারের খাসকল মহাদেবপুরে গঙ্গার জলপ্রবাহ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এই স্লুইস গেটটি নদীপ্রেমীদের কাছে এক নতুন আকর্ষণ, যা সমুদ্র না থাকলেও সমুদ্র সৈকতের মতো মনোরম অনুভূতি এনে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: বড় নদী থেকে শাখা নদীতে বয়ে যাচ্ছে জল। আর সেই জলের স্রোতকে অনুভব করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। শুধু ছুটির দিন নয় সারা বছরই গঙ্গা পাড়ের এই মনোরম পরিবেশকে উপভোগ করতে ভিড় জমে পর্যটকদের। গঙ্গা নদী থেকে শাখা হয়ে ভাগীরথী নদীর নামে পরিচয় পেয়েছে এই নদী।
advertisement

মালদহের ভাগীরথী নদীর উৎপত্তি স্থল ইংরেজবাজারের খাসকল মহাদেবপুরে রয়েছে গঙ্গার জল পারাপারের স্লুইস গেট। সেখানেই সুন্দর ভাবে সাজান হয়েছে গোটা বাঁধ এলাকা। আর সেই বাঁধের চারিদিকে গড়ে উঠেছে মনোরম পরিবেশ। সমুদ্র না থাকলেও ‘সমুদ্রের’ মত অনুভূতি মিলছে এই জায়গায় এলে বলে জানান পর্যটকরা। বিকেল নামতেই পর্যটকদের ভিড় জমতে শুরু করে এই স্লুইস গেট বাঁধ চত্ত্বরে। সারা বছর মানুষের আনাগোনা থাকলেও। উৎসবের মরশুমে বাঁধভাঙা ভিড় জমে এলাকায়।

advertisement

আরও পড়ুন: সাড়ে তিন আঙুলেই টেক্কা সকলকে, অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ‌ বিশেষভাবে সক্ষম প্রশান্তর

বাঁধ এলাকায় ঘুরতে আসা এক পর্যটক জয় চৌধুরী জানান, “ছুটি পেলেই কাজের ফাঁকে এখানে ঘুরতে আসি। বিকেলের পর থেকে ব্যাপক ভিড় হয় এখানে। পাশেই বয়ে গেছে বড় গঙ্গা নদী। সে গঙ্গার জলস্রোত যেন মালদহের এক টুকরো সমুদ্র। সেই গঙ্গার জল‌ই স্লুইস গেট হয়ে প্রবেশ করে শাখা নদী ভাগীরথীতে। আর সেই জলের স্রোতকে দেখতে ভিড় জমছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের। ‌মনোরম পরিবেশ থাকায় ছুটি কাটানোর জন্য খুব ভাল জায়গা।”

advertisement

View More

আরও পড়ুন: আর্থিক অনটনেও থেমে নেই লড়াই ! জাতীয় স্তরে সফট বলে খেলবে মালদহের কিরণ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মালদহে একাধিক রকম পর্যটন স্থল থাকলেও। নেই কোন রকম পাহাড় এবং সমুদ্র সৈকত। তবে জেলায় বয়ে গেছে একাধিক বড় নদী। গঙ্গা, মহানন্দা, ফুলহার, কালিন্দ্রি, কোশী, টাঙন ইত্যাদি নদী। তাই জেলায় সমুদ্র না থাকলেও সমুদ্র সৈকতের মত মনোরম পরিবেশ অনুভব করতে এই নদী তীরবর্তী এলাকায় ছুটে আসেন জেলার বিভিন্ন প্রান্তের পর্যটকরা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Weekend Trip: উত্তরবঙ্গে 'সমুদ্র সৈকত'! স্বপ্নের মতো সুন্দর মালদহের 'এই' জায়গা, সঙ্গীকে নিয়ে ঘুরে আসতে পারেন একবেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল