আরও পড়ুনঃ অভাবের তাড়নায় কোলের শিশুর সঙ্গে এ কী করলেন মা! ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু
কার্শিয়াংয়ের এই ছোট্ট গ্রামের কথা এতদিন কেউ জানতই না। এমনিতেই চা বাগানের মাঝে এই গ্রাম ছবির মতে সুন্দর লোকেশন। তবে এটি নতুন করে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে সুইস কটেজ ও সুইমিং পুলের নির্মানে। দু’দিকে মহারানি পাহাড় আর মার্গারেট হোপ চা বাগান। সারাক্ষণ মেঘের আনাগোনা, পাখির ডাক আর মন ভুলিয়ে দেওয়া প্রকৃতি।বেলটার রিভারসাইড রিসর্টের অন্যতম আকর্ষণ হল এর সুইমিং পুল। চারদিকে কটেজ আর মাঝখানে সুইমিং পুল। সন্ধ্যে হলে রিসর্টের আশেপাশে গ্রামের রাস্তা ধরে হেঁটে আসুন। গিয়ে বসুন নদীর ধারে। আর রাতে বনফায়ার হলে তো মজা দ্বিগুণ।
advertisement
কীভাবে বুকিং করবেন?
বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। বুকিং করতে হবে জিটিএ-এর ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে।
কীভাবে আসবেন?
প্রথমে ট্রেনে এনজিপি বা প্লেনে বাগডোগরা। সেখান থেকে কার্শিয়াং হয়ে মার্গারেট হোপ চা বাগানের দিকে নেমে আসতে হবে খাড়াই রাস্তা ধরে। রাস্তার পাশেই বড় বড় করে ফলকে লেখা আছে মার্গারেট হোপ। সেই রাস্তা ধরে সোজা এসে ধাক্কা খান বেলটার রিভারসাইড রিসর্টে। কিংবা টুং পর্যন্ত টয়ট্রেনে এসে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারেন।
বেলটার রিভারসাইড রিসোর্ট এর তত্ত্বাবধায়ক অরুণ গিরি বলেন, “লোকে এই জায়গাটি ভীষণ পছন্দ করছে। পাহাড়ের মাঝখানে আমাদের এই গ্রামের এই রিসোর্ট। একবার এলে বারবার আসতে চাইবেন।” মালদা থেকে আগত এক পর্যটক অনিল চন্দ্র সাহা বলেন, “খুবই অসাধারণ একটি জায়গা আমি আশেপাশের গ্রামও ঘুরে এলাম গ্রামের লোকের সঙ্গে কথা বললাম খুবই ভাল জায়গা। মানুষজন ও খুব ভাল পরিবেশও অত্যন্ত সুন্দর। সুযোগ পেলে আবার আসব।”
অনির্বাণ রায়