পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের বিদায় নিতে সময় লাগছিল বেশ। তবে অবশেষে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সকলেই ধীরে ধীরে নিজেদের শীতের জামাকাপড় ফের আলমারিবন্দি করে রাখতে শুরু করেছেন ইতিমধ্যেই। আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "শীত বিদায় নেওয়ার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমতলেও। নতুন এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী রবিবার ও সোমবার সমতলেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে।"
advertisement
জানা গিয়েছে, নতুন এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের জোগানের ফলে এই বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা দিয়েছে পাহাড়ে। এর ফলে সমতলেও আগামী রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলেই জানা গিয়েছে আবহাওয়া অফিস থেকে।
আরও পড়ুন : সরকারের এই বিশেষ উদ্যোগে কি বাজারে কম দামে ভাল গুণমানের আলু পাবেন রাজ্যবাসী?
হাকিমপাড়ার এক গৃহবধূ দিপালী ঘোষ জানান, শীতের জামাকাপড় সব ওঠানো শুরু হয়ে গিয়েছে আলমারিতে। তবুও কম্বল বাইরে রাখা। আজকাল আর বলা যায় না কখন আবার শীত জাঁকিয়ে বসে। (Rainfall in Hills)
আরও পড়ুন : ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে
উল্লেখ্য, এবার মরশুমের রেকর্ড তুষারপাতের সাক্ষী ছিল দার্জিলিং৷ দার্জিলিংয়ের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে বরফ পড়েছে। অন্যদিকে, সিকিমে তুষারপাত চলছিল। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়েছে এই বছর। এই নিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে ৬ বার তুষারপাত হল। আবহাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ে তুষারপাত প্রায় দেড় দশকের রেকর্ড ভাঙল। চলতি মরশুমে ১১ দিন তুষারপাত হয়ে গিয়েছে দার্জিলিংয়ে। (Rainfall in Hills)
আরও পড়ুন : একই বাড়িতে থেকেও বন্ধ মুখ দেখাদেখি! পুরভোটের জেরে ফাটল স্বামী স্ত্রী সম্পর্কে
এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাকে বেশ মজার চোখেই দেখছেন শহরের মানুষ। একজন তো বলেই ফেললেন, "শীত যাওয়ার আগে আরেকটা পিকনিক খাওয়া যাবে। এরপর তো গরম শুরু। আর পিকনিকের সুযোগ মিলবে না।" বাড়ি বাড়ি শুরু হয়ে গিয়েছে খিচুড়ির প্রস্তুতি।
( প্রতিবেদন: ভাস্কর চক্রবর্তী)