Potato Cultivation : সরকারের এই বিশেষ উদ্যোগে কি বাজারে কম দামে ভাল গুণমানের আলু পাবেন রাজ্যবাসী?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
রাজ্য সরকারের উদ্যোগে হাইটেক পদ্ধতিতে 'ভাইরাস মুক্ত' আলু চাষ শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়।(potato cultivation in Jalpaiguri)
ময়নাগুড়ি: আলুর ফলন যাতে ভালো হয় এবং আলুর বীজের সমস্যা সমাধানে বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বরাবর আলু চাষকে কেন্দ্র নানা সমস্যা উঠে আসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। গুণগতমানের আলু বীজ পাওয়া নিয়ে নানা অভিযোগ করে থাকেন চাষিরা। সেই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগে হাইটেক পদ্ধতিতে 'ভাইরাস মুক্ত' আলু চাষ শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়।(potato cultivation in Jalpaiguri)
শুক্রবার রাজ্য কৃষি দপ্তর থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল আসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় রতন বাড়ৈ নামের এক আলু চাষির বাড়ি যান তাঁরা। সেখানেই ভাইরাস মুক্ত আলু চাষ পরিদর্শন করেন। পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখেন। এবং তাতে অনেকটাই সাফল্য পাচ্ছেন বলে জানান রাজ্যের প্রতিনিধি দলের আধিকারিকরা। এই প্রতিনিধি দলের সঙ্গে হাজির ছিলেন ময়নাগুড়ি ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণা রায় এবং ময়নাগুড়ি চূড়াভাণ্ডার এলাকার বেশ কিছু চাষি।
advertisement
advertisement
আরও পড়ুন : ম্লান মোমো, চাউমিন! শীত পিছু হটতেই ভিড় ফুচকাকাকুর পাশে
কৃষ্ণা রায় আলুর বীজের নমুনা দেখিয়ে বলেন, 'এর কোনওটার মধ্যেই পটেটো ভাইরাস নেই। এর মাধ্যমে আলুতে ভাইরাস রয়েছে কি না সেই বিষয়ে চাষিরা জানতে পারবেন।' উল্লেখ্য, বিভিন্ন কারণে উত্তরবঙ্গে আলু চাষে ক্ষতি হয়েছে। আলুচাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফের যাতে এমন সমস্যার মুখোমুখি না হতে হয়, তার জন্যই এই পরীক্ষা এবং এই পদ্ধতি। ভাইরাসমুক্ত আলু ক্ষেত পরিদর্শন করেন এবং চাষিদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা।
advertisement
( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 11:11 PM IST