মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের ছাট পক্ষিহাগা এলাকায় ২/২১২ নং বুথে গুলি চলার ঘটনায় আক্রান্ত হলেন এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম বিপ্লব সরকার। তাঁর হাতে গুলি লেগে তিনি আক্রান্ত হন। বর্তমান সময়ে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন- আগুনে পুড়িয়ে ফেলা হল ব্যালট বক্স, নির্বাচনে রণক্ষেত্র চাকদহের কালীবাজার মন্ডল হাটে
advertisement
আরও পড়ুন-নদিয়ায় বুথের দখলে দুষ্কৃতীরা, চলল ছাপ্পা ভোট, তাড়িয়ে দেওয়া হল ভোটারদের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘এদিন সকাল থেকেই মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের ছাট পক্ষিহাগা এলাকায় ২/২১২ নং বুথে বেশ শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছিল। তবে শেষ মুহূর্তে একদল দুষ্কৃতী এসে বুথের সামনে ব্যাপক বোমাবাজি করে ও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তখন ভোটের লাইনে বেশ কিছু বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সেখান থেকে সরাতে গিয়েই হাতের মধ্যে গুলি লেগে আক্রান্ত হন বিপ্লব সরকার। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
সার্থক পন্ডিত