Panchayat Election 2023: নদিয়ায় বুথের দখলে দুষ্কৃতীরা, চলল ছাপ্পা ভোট, তাড়িয়ে দেওয়া হল ভোটারদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বেলা বাড়তেই বুথের ভিতরে ঢুকে ব্যালট বাক্স বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, ব্যালটে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
নদিয়া: পঞ্চায়েত ভোটে একাধিক হিংসা-অরাজকতার ঘটনা সামনে আসল নদিয়া জেলায়। এদিন সকাল থেকে নদিয়ার হেমায়েতপুর ২১৯ নম্বর বুথে চলছিল ছাপ্পা ভোট, তাড়িয়ে দেওয়া হয় ভোটারদের। সকাল থেকেই বুথের দখল নেয় দুষ্কৃতীরা। এলাকায় ঢুকতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে। অভিযোগ, বুথের ভিতরে নাকি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন পুলিশ। এরপর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে। তবে, প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
বেলা বাড়তেই বুথের ভিতরে ঢুকে ব্যালট বাক্স বাইরে ফেলে দেয় দুষ্কৃতীরা, ব্যালটে আগুন ধরিয়ে দেওয়া হয়, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফের গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপর গ্রামবাসী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় গোটা গ্রামে।
advertisement
advertisement
এ বারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের নদিয়ার বলি ১৷ নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া হাই স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগ পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা৷ শাসকদলের বিরুদ্ধে স্কুলের ১০০ নম্বর বুথে ছাপ্পা মারার অভিযোগের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ তুলল বিরোধীরা, শাসকদলের বিরুদ্ধে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত নিহত ১৪৷
advertisement
সবচেয়ে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ৷ এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে তিনজনের৷ মালদহে মৃত্যু হয়েছে ১ জনের৷ ভোটের দিন কোচবিহারে নিহত হয়েছে দু’জন ও উত্তর ২৪ পরগনায় নিযহত হয়েছেন এক জন এ ছাড়া পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ১ জনের৷ এর পরেই মৃত্যুর খবর আসে নদিয়ার চাপড়া থেকে৷ চাপড়ায় মৃত্যু হয় একজনের৷
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: নদিয়ায় বুথের দখলে দুষ্কৃতীরা, চলল ছাপ্পা ভোট, তাড়িয়ে দেওয়া হল ভোটারদের