এরপরেই কার্শিয়াং বনবিভাগ ও কার্শিয়াং বন বিভাগের অধীন মহানন্দা অভয়ারণ্য পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। পাঁচদিনের পাহাড় সফরে রয়েছেন বনমন্ত্রী। সান্দাকফু, সিঙ্গালিলা অভয়ারণ্য, তোপকেদাড়া রেডপান্ডা প্রজনন কেন্দ্র, দার্জিলিং চিড়িয়াখানা ও মহানন্দা অঅভয়ারণ্য পরিদর্শন করেন বনমন্ত্রী। রাজ্যের প্রথম কোন বনমন্ত্রী সিঙ্গালিলা অভয়ারণ্য ও সান্দাকফু পরিদর্শন করলেন।
আরও পড়ুন: আকাশ ছোঁয়া পাইনবন হোক স্বপ্নের ঠিকানা! বন দফতরের বিরাট উদ্যোগ! দু’জন সময় কাটান একদম একান্তে
advertisement
বন দফতর ও রাজ্য জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়াম মেরামতের জন্য প্রায় ১০ লক্ষ টাকা, মাল্টিপারপাস হলের মেরামত ও সংস্কারের জন্য ১১ লক্ষ টাকা, সিঙ্গালিলা অভয়ারণ্যে গৈরীবাসে রেড পান্ডা প্রজনন কেন্দ্রর ফেন্সিং বৃদ্ধি ও মেরামতের জন্য ১৪ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বায়ো ব্যাংকিং, গবেষণাগার ও মিউজিয়ামে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশি সংস্থা যাতে গবেষণার সুযোগ পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমার পাহাড়ের বনবিভাগ, প্রজনন কেন্দ্র ও অভয়ারণ্য পরিদর্শনের কারণই হল সেইসব এলাকায় বন কর্মীরা কাজের সময় কি কি ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা খতিয়ে দেখা। একদম গোড়ায় গিয়ে অভাব সমস্যা খতিয়ে দেখেছি। কোন মাধ্যম নয়। সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। বেশ কিছু প্রস্তাব পেয়েছি৷ সেসব খতিয়ে দেখব।”
বনকর্মীদের কাজে বেজায় খুশি বনমন্ত্রী। একাধিক প্রস্তাব পেয়ে আগামীদিনে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে আগামীদিনে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই পরিদর্শন।
সুজয় ঘোষ