TRENDING:

মিলবে না পানীয় জল! বিঘ্নিত হতে পারে পরিষেবা, আপনার ওয়ার্ডে পাওয়া যাবে তো? ঝটপট দেখুন

Last Updated:

এই জরুরি ঘোষণা সামনে আসতেই শহরজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই আগাম জল জমিয়ে রাখার প্রস্তুতি শুরু করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরবাসীর জন্য নতুন চিন্তার কারণ! ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা। শিলিগুড়ি পৌরনিগম জানিয়েছে, বিদ্যুৎ দফতরের প্রাক-পূজা মেরামতির কাজের জন্য শিলিগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে বিকেল থেকে জল পরিষেবা বন্ধ থাকবে। এখন প্রশ্ন হল, কোন ওয়ার্ডে কবে জল থাকবে না? সেই দিনক্ষণও জানানো হয়েছে।
ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা
ফের বিঘ্নিত হতে পারে পানীয় জল পরিষেবা
advertisement

১০ আগস্ট ও ৭ সেপ্টেম্বর: ১ নম্বর ওয়ার্ড থেকে ৪৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।

১২ আগস্ট ও ২৮ আগস্ট: ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত একইভাবে জল সরবরাহ ব্যাহত হবে।

২৩ আগস্ট: ৩৬ নম্বর ওয়ার্ড থেকে ৪৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিকেলে জল পরিষেবা বন্ধ থাকবে।

advertisement

View More

আরও পড়ুনঃ ঘরে ঢুকে পড়ছে জল, ভাসছে ঘাটাল! কীভাবে দিন কাটাচ্ছে মানুষ? জানলে শিউড়ে উঠবেন!

এই জরুরি ঘোষণা সামনে আসতেই শহরজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই আগাম জল জমিয়ে রাখার প্রস্তুতি শুরু করেছেন। বর্ষার সময়ে জল সরবরাহ বন্ধ হলে দৈনন্দিন জীবনে ভোগান্তি আরও বাড়বে, এমনটাই আশঙ্কা শহরবাসীর একাংশের।

advertisement

শিলিগুড়ি পৌরনিগমের তরফে নাগরিকদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে – আগেভাগে জল সংরক্ষণ করুন, যাতে পরিষেবা ব্যাহত হলেও প্রাথমিক প্রয়োজন মেটানো যায়। বিশিষ্ট মহলের মতে, প্রাক-পূজা সময়ে পরিকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বিদ্যুৎ দফতরের প্রাক-পূজা মেরামতির কাজের জন্য শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে নির্দিষ্ট কয়েকটি দিনে পানীয় জল পরিষেবা বিঘ্নিত হবে। পৌরনিগমের তরফ থেকে আগেভাগেই দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই নাগরিকদের উদ্দেশে আগেভাগে জল সংরক্ষণেরও আবেদন জানিয়েছে পৌরনিগম।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মিলবে না পানীয় জল! বিঘ্নিত হতে পারে পরিষেবা, আপনার ওয়ার্ডে পাওয়া যাবে তো? ঝটপট দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল