TRENDING:

Jalpaiguri News: অভাবের সংসারে মেসির ভিডিও দেখে ফুটবল প্রশিক্ষণ! চা-বাগানের মেয়ের কীর্তি জেনে গর্বিত হবেন আপনিও

Last Updated:

Jalpaiguri News: দুটি কুড়ি একটি পাতার ফাঁক দিয়ে স্বপ্নের পথ পাড়ি বর্ষার! অভাব মনে করায় স্বপ্ন না দেখার , ইচ্ছে বলে স্বপ্ন দেখতে ক্ষতি কি। ইচ্ছে , পরিশ্রম, অধ্যাবসায় আজ হারিয়েছে "অভাব" নামের বাঁধাকে। পা'এর জাদু দেখাতে এবার মধ্যপ্রদেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দুটি কুড়ি একটি পাতার ফাঁক দিয়ে স্বপ্নের পথ পাড়ি বর্ষার! অভাব মনে করায় স্বপ্ন না দেখার , ইচ্ছে বলে স্বপ্ন দেখতে ক্ষতি কি। ইচ্ছে , পরিশ্রম, অধ্যাবসায় আজ হারিয়েছে “অভাব” নামের বাঁধাকে। পা’এর জাদু দেখাতে এবার মধ্যপ্রদেশে ফুটবল খেলায় ইন্ডিয়ান মহিলা লিগের মাঠে পাড়ি দিচ্ছে উত্তরবঙ্গের চা বাগান সংলগ্ন এলাকার প্রত্যন্ত গ্রামের বর্ষা ওরাও।
advertisement

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এক অচেনা গল্পের শুরু এভাবেই! চা বাগান এলাকার বর্ষা অসম্ভব ফুটবলপ্রেমী। যার কল্পনায় ফুটবলের প্রতি অসম্ভব ভালবাসা ও স্বপ্ন। ছোটবেলায় দিদির ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে তারও মনে ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছা জেগেছিল। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, অভাবের কারণে দিদিকে মাঠ ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেই থেকেই বর্ষার মনে ফুটবল খেলোয়াড় হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয়।

advertisement

তবে সে জানতো, যদি তার স্বপ্ন সত্যি করতে হয়, তবে তাকে নিজেই কিছু করতে হবে। সে মোবাইল ফোনের মাধ্যমে আর্জেন্টিনার মেসির ফুটবল খেলার বিভিন্ন ক্লিপিং দেখে শিখতে শুরু করে। বাড়ির এক কোণায় বসে মেসির পায়ের কারিগরি রপ্ত করতে থাকে, আর মাঠে গিয়ে সেগুলো অনুশীলন করে। পরে খোঁজ মেলে এলাকারই ফুটবল কোচ অমিতের। কোচের সঙ্গে তার প্রথম সাক্ষাতে অমিত বুঝতে পারেন, বর্ষার মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল রয়েছে। অমিত তাকে মাঠে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন, এবং তার স্বপ্নপূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

advertisement

আরও পড়ুনঃ Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেটে বিয়ের সাঁনাই! বাগদান সারলেন কেকেআর তারকা রিঙ্কু সিং

তারপর বর্ষাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। একদিকে, চা বাগানের কঠোর কাজকর্ম, অন্যদিকে স্বপ্ন পূরণের অদম্য প্রচেষ্টা চলতে থাকে তাল মিলিয়ে। জমানো টাকা থেকেই ফুটবলের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে চলতো প্রস্তুতি। শেষমেশ, তার কঠোর পরিশ্রম ও নিবেদিত মনোভাব তাকে নিয়ে যায় ভারতের মধ্যপ্রদেশের ইন্ডিয়ান মহিলা প্রিমিয়ার লীগে, যেখানে সে নিজের স্থান তৈরি করে নিয়েছে। বর্ষার এই যাত্রা প্রমাণ করে, যেখানে অদম্য ইচ্ছা সেখানে উন্মোচিত হয় নয়া পথ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: অভাবের সংসারে মেসির ভিডিও দেখে ফুটবল প্রশিক্ষণ! চা-বাগানের মেয়ের কীর্তি জেনে গর্বিত হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল