বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে, দীর্ঘ সময় সেখানে দিনযাপন করেন বহু মানুষ। নেই সঠিক বসার জায়গা, নেই শোয়ার ব্যবস্থা, শৌচাগারেরও তেমন সুব্যবস্থা নেই। এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এগিয়ে এলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা।
আরও পড়ুন: ১০ বছর পর চা পাতা নিলাম জলপাইগুড়িতে! প্রথমদিনেই ছক্কা, কত দর উঠল জানলে অবাক হবেন
advertisement
প্রায় ১৯ লক্ষ টাকা নিজের তহবিল থেকে ব্যয় করে মাতৃমা বিভাগের বাইরে রোগীর স্বজনদের জন্য নির্মিত হচ্ছে এক বিশ্রামাগার। এই নতুন গৃহে থাকবে পরিচ্ছন্ন শোবার জায়গা, বসার স্থান, শৌচাগার, বাথরুম এবং প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকল্পের কাজ ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। বর্ষার মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্রামাগারটি চালু হলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে প্রসূতি রোগীর পরিবারের সদস্যদের, যাদের দিনরাত এক করে হাসপাতালের বারান্দা কিংবা আকাশের নিচে অপেক্ষা করতে হয়। সেই সমস্যা পড়তে হবে না বলে মনে করছে রোগীর পরিবার পরিজনেরা।
সুরজিৎ দে