শুধুমাত্র তাই নয়, ভোটার তালিকায় বা ভোটার কার্ডে কারো কিছু ভুল থাকলে সংশোধন করা যাবে এক্ষুনি। তার জন্য নিদির্ষ্ট ফর্ম রয়েছে। সেই ফর্মে আবেদন করতে হবে। আপনি অনলাইন পদ্ধতিতেও করতে পারেন। আবার ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথস্তরে স্পেশাল ক্যাম্প করা হচ্ছে। সেখানেও নাগরিকেরা আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে বুথ স্তরে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু স্পেশাল ক্যাম্প করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা শাসকের নীতিন সিংহানিয়া বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করণের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নতুনভাবে আবেদন সংশোধন সমস্ত কিছুই করা যাবে এখানে। জেলার বুথ স্তরে ক্যাম্প বসানো হচ্ছে। একমাস ব্যাপী চলবে এই বিশেষ কর্মসূচি।
advertisement
আরও পড়ুন: ১৫-২০ মিনিটে ধান কাটা, ঝাড়া সব কমপ্লিট! মাঠ কাঁপাচ্ছে নতুন মেশিন, খরচও নামমাত্র
আরও পড়ুন: চার বছর কেটে গেল! আজও ত্রিপল ছেড়ে খড়েও ছাউনিও পেল না মালদার ৩০০ পরিবার
নতুন ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত করনের জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে এই ফর্ম পাওয়া যায়। আবার বুথ স্তরের ক্যাম্প গুলিতেও মিলবে এই আবেদন পত্র। আবেদনপত্র পূরণের সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। জন্মের প্রমাণ জন্য জন্ম সার্টিফিকেট অথবা স্কুলের সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করতে হবে। এছাড়াও ঠিকানার প্রমাণ পত্রের জন্য ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা যে কোনও প্রমাণপত্র দিলেই হবে। এইভাবেই আবেদন করতে পারবেন নতুন ভোটাররা।
হরষিত সিংহ