Malda News: ১৫-২০ মিনিটে ধান কাটা, ঝাড়া সব কমপ্লিট! মাঠ কাঁপাচ্ছে নতুন মেশিন, খরচও নামমাত্র
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ই ধান কাটা ঝাড়াই হয়ে যাচ্ছে, খরচ কম।
মালদহ: চোখের নিমিষে ধান কেটে ঝাড়াই হয়ে যাচ্ছে। মাত্র কয়েক মিনিটেই ধান ট্রাক্টরে করে মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। খরচ সামান্য। আমন ধান কাটার মরশুমে শ্রমিকদের ঘাটতি পূরণে মাঠে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে এই আধুনিক কৃষি যন্ত্র। এখনও মালদহে তেমন ভাবে প্রচলন হয়নি এই আধুনিক কৃষি যন্ত্রের। তবে ব্যাপক হারে কৃষি শ্রমিকের সমস্যা দেখা দেওয়ায় চলতি মরশুমে চাহিদা বাড়ছে এই কৃষি যন্ত্রের। কারণ মাত্র কয়েক মিনিটেই জমির ধান কাটা থেকে ঝাড়াই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কৃষকদের সময় বাঁচছে। পাশাপাশি দ্রুত জমি থেকে ধান উঠে যাওয়ায় পরবর্তী ফসল চাষের জন্য দ্রুত জমি তৈরি করতে পারছেন কৃষকেরা। কৃষক গৌতম সাহা বলেন, ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ বেশি পড়ছে সময় বেশি লাগছে। যন্ত্রে ধান কাটতে সময় খুবই কম লাগছে। প্রায় ১০ মিনিটে আমার এক বিঘা জমির ধান কেটে দিয়েছে। খরচ কম। আমাদের লাভ হচ্ছে।
বিগত কয়েক বছর ধরেই আমন মরশুমে ধান কাটার শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে শ্রমিক না মেলায় ধান কাটতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল কৃষকদের। এমনকি শ্রমিক দিয়ে ধান কাটায় খরচ বেশি হচ্ছে। বর্তমানে ধান কাটার দক্ষ শ্রমিকের সমস্যা প্রায় গোটা জেলা জুড়ে। আবার শ্রমিক দিয়ে ধান কাটতে গিয়ে অনেকটাই সময় সাপেক্ষ ছিল। এই সমস্ত সমস্যার সমাধান করতেই কৃষি দফতরের পক্ষ থেকে আধুনিক ধান কাটার যন্ত্র জেলাতেও ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে কৃষকদের অনেকেই নিজেদের উদ্যোগেও আধুনিক ধান কাটার কৃষি যন্ত্র ব্যবহার করছেন। যন্ত্রের চালক অমিত শীল বলেন, জমি ভাল থাকলে পণ্য থেকে ২০ মিনিটে এক বিঘা জমির ধান কাটা সম্ভব হচ্ছে। গত তিন বছর ধরে এই মেশিন দিয়ে ধান কাটছে বিভিন্ন মাঠে। এবছর চাহিদা বেড়েছে মেশিনের।
advertisement
advertisement
তবে এই বছর অন্যান্যবারের তুলনায় একটু বেশি ব্যবহার হচ্ছে এই যন্ত্রের। কৃষকেরাও লাভবান হচ্ছেন। কারণ এক বিঘা জমির ধান কাটা থেকে ঝাড়াই করতে সময় লাগছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। এক বিঘায় খরচ হচ্ছে ১৫০০ টাকা। অল্প সময় অল্প টাকায় ধান কেটে ঘরে তুলতে পারায় এই মেশিনের দিকেই ঝুঁকে পড়ছেন কৃষকেরা। পাশাপাশি পরবর্তী ফসল চাষেও অনেকটাই সুবিধা হচ্ছে। আগামীতে এই কৃষি যন্ত্রের ব্যবহার আরও বাড়ার সম্ভাবনা প্রবল জেলার কৃষি জমিগুলিতে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 12, 2024 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Malda News: ১৫-২০ মিনিটে ধান কাটা, ঝাড়া সব কমপ্লিট! মাঠ কাঁপাচ্ছে নতুন মেশিন, খরচও নামমাত্র