TRENDING:

Honeymoon Destination: সদ্য বিয়ে হচ্ছে, কোথায় যাচ্ছেন ঠিক করেননি, এবার রইল কাঞ্চনজঙ্ঘা ঘরে বসার দেখার গ্রাম

Last Updated:

Honeymoon Destination: মধুচন্দ্রিমায় নিজের প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন কালিম্পং এর এই গ্রামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: সদ্য দাম্পত্য জীবন শুরু করেছেন মধুচন্দ্রিমা কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না। উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যানে দার্জিলিং, কালিম্পংয়ের মতোই জেলা থাকতে বাধ্য। এই সুযোগে ভিড়ভাট্টা এড়িয়ে পৌঁছে যান কালিম্পংয়ের লুংসেল।কালিম্পংয়ের এই গ্রাম অনেকের কাছেই অচেনা-অজানা। সবুজে মোড়া গ্রাম লুংসেল। পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। পিচের রাস্তা নেই। রাস্তার অবস্থা খারাপই বলা চলে। কিন্তু গ্রামের পথ ধরে হাঁটা শুরু করলে একটুও মন খারাপ হবে না। এই গ্রামে রয়েছে এলাচের ক্ষেত। এ ছাড়া রঙ-বেরঙের ফুলের দেখাও মিলবে।
advertisement

শীতকালে লুংসেল বেড়াতে যাওয়ার মজা হল, এই গ্রামের হোমস্টেতে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হানিমুনের প্ল্যান যখন করছেন, তখন নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘার দেখার প্ল্যানও করেছেন। এই ইচ্ছে লুংসেলেই পূরণ হয়ে যাবে। এ ছাড়া এখানে বহু হিমালয়ান পাখির দেখা মিলবে। তাদের ডাকেই সকাল হয় এখানে। শীতের মিঠে রোদ গায়ে মেখে ঘুরে দেখতে পারেন গোটা লুংসেল গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা ডেস্টিনেশন লুংসেল।

advertisement

আরও পড়ুন – India Bangladesh Relation: Bayraktar TB2 Drone উড়িয়ে ভয় দেখাচ্ছে বাংলাদেশ, মুখে ঝামা ঘষে দিতে ভারতের হাতে এক সে বড়কর এক ড্রোন শক্তি

লুংসেল গেলে আপনাকে নামতে হবে মালবাজার স্টেশনে। এখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত লুংসেল। বেশিরভাগ পর্যটক ঝান্ডি ঘুরে তার পর পৌঁছান লুংসেল। লুংসেল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে রয়েছে ঝান্ডি। এটাও ছবির মতো সাজানো গ্রাম। এ ছাড়া লুংসেল থেকে ঘুরে দেখে নিতে পারে লাভা, লোলেগাঁওয়ের মতো কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও।

advertisement

View More

এ ছাড়াও ওদলাবাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় কালিম্পংয়ের এই অফবিট গ্রামে। মালবাজার থেকে ওদলাবাড়ি, পাথরঝোড়া ও মানজিং হয়ে পৌঁছাতে হয় লুংসেল। এই রাস্তায় পড়বে মানজিং ভিউ পয়েন্ট। সেও এক অসাধারণ জায়গা। ওদলাবাড়ি থেকে লুংসেল যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগবে। আর লুংসেল থাকার জায়গা বলতে হাতে গোনা কয়েকটা হোমস্টে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Anirban Roy

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Honeymoon Destination: সদ্য বিয়ে হচ্ছে, কোথায় যাচ্ছেন ঠিক করেননি, এবার রইল কাঞ্চনজঙ্ঘা ঘরে বসার দেখার গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল