শীতকালে লুংসেল বেড়াতে যাওয়ার মজা হল, এই গ্রামের হোমস্টেতে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হানিমুনের প্ল্যান যখন করছেন, তখন নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘার দেখার প্ল্যানও করেছেন। এই ইচ্ছে লুংসেলেই পূরণ হয়ে যাবে। এ ছাড়া এখানে বহু হিমালয়ান পাখির দেখা মিলবে। তাদের ডাকেই সকাল হয় এখানে। শীতের মিঠে রোদ গায়ে মেখে ঘুরে দেখতে পারেন গোটা লুংসেল গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সেরা ডেস্টিনেশন লুংসেল।
advertisement
লুংসেল গেলে আপনাকে নামতে হবে মালবাজার স্টেশনে। এখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত লুংসেল। বেশিরভাগ পর্যটক ঝান্ডি ঘুরে তার পর পৌঁছান লুংসেল। লুংসেল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরত্বে রয়েছে ঝান্ডি। এটাও ছবির মতো সাজানো গ্রাম। এ ছাড়া লুংসেল থেকে ঘুরে দেখে নিতে পারে লাভা, লোলেগাঁওয়ের মতো কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও।
এ ছাড়াও ওদলাবাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় কালিম্পংয়ের এই অফবিট গ্রামে। মালবাজার থেকে ওদলাবাড়ি, পাথরঝোড়া ও মানজিং হয়ে পৌঁছাতে হয় লুংসেল। এই রাস্তায় পড়বে মানজিং ভিউ পয়েন্ট। সেও এক অসাধারণ জায়গা। ওদলাবাড়ি থেকে লুংসেল যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগবে। আর লুংসেল থাকার জায়গা বলতে হাতে গোনা কয়েকটা হোমস্টে।
Anirban Roy