স্থানীয় বাসিন্দা জানান, এই কাটমা মায়ের পুকুরে স্নান করলে শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়, এমনকি মানুষের সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় । তাই প্রতিমাসে পূর্ণিমা উপলক্ষ্যে এই পুকুরের স্নান করতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। তবে এই ব্যাপারে বিশিষ্ট চিকিৎসক চিন্ময় দেবগুপ্ত বলেন, পুকুরের জলে স্নান করলে চর্মরোগ দূর হবে এমন বিজ্ঞানভিত্তিক তথ্য যদিও আমার জানা নেই, উপরন্ত আমরা জানি পুকুরের জলে স্নান করলে ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে।
advertisement
আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়তে চলেছে! লেপ-কম্বল সব নামিয়ে ফেলুন! জানুন কোন কোন জায়গা কাঁপবে
তবে ভারতের বেশকিছু জায়গায় উষ্ণ প্রস্রবণগুলি রয়েছে যেখানে জলে মিনারেল, সালফার পাওয়া যায় ফলে শরীরের ত্বকের সমস্যা অনেকখানি দূর হয়। তবে সেক্ষেত্রে সেই পুকুরের জলে কোনরকম মিনারেল বা সালফার রয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যাই হোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং যদি আপনার কোন শারীরিক সমস্যা থাকে আর আপনার যদি মনে বিশ্বাস থাকে তাহলে একবার কাটমা মা পুকুরে ডুব দিয়ে দেখতে পারেন।
পিয়া গুপ্তা