TRENDING:

Viral Video: দাঁত ভাল রাখবে ২ টাকার ব্রাশ! উপকার জানলে আপনিও চাইবেন! জানুন

Last Updated:

Viral Video: মালদহ মেডিকেল কলেজের সামনে নিয়মিত বিক্রি হচ্ছে নিম ডাল, মাত্র ২ টাকা পিস, দাঁতের পক্ষে ব্যাপক উপকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মাত্র দুই টাকায় মিলছে দাঁত পরিষ্কার করার ব্রাশ। ভোর থেকে শুরু হয় বিক্রি। ব্যাপক চাহিদা মাত্র দুই টাকার ব্রাশের। সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে কিনছেন এই ব্রাশ। আসলে এই দুই টাকার ব্রাশ হচ্ছে নিমগাছের ডাল। গ্রামে বহু মানুষ এখনো কচি নিম ডাল দিয়ে দাঁত পরিষ্কার করেন। কিন্তু আধুনিক এই যুগে শহরে তেমন আর পাওয়া যায় না নিমডাল। তবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়মিত এই দাঁত মাজন পাওয়া যায়।
advertisement

গত চল্লিশ বছর ধরে নিয়মিত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিমডাল বিক্রি করে আসছেন বছর সত্তরের বৃদ্ধ সুখলাল চৌধুরী। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর সাধারণ মানুষ রাত্রি যাপন করেন। সকালবেলা ঘুম থেকে উঠে পেস্ট বা মাজনের প্রয়োজন হয়। মালদহ মেডিকেল কলেজ চত্বরে ভোর থেকেই সুখলাল বাবু বিক্রি শুরু করেন নিম ডাল। মাত্র দুই টাকা দাম নেওয়াই অধিকাংশ মানুষ এই ডাল কিনেই দাঁত পরিষ্কার করেন। সুখলাল চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নিম ডাল বিক্রি করছি। হাসপাতালের সামনে বিক্রি করি । বহু মানুষ কেনেন দাঁত পরিষ্কার করার জন্য । দাঁতের পক্ষে ভাল এই ডাল। নিম ডালে দাঁত মাজার অনেক উপকারিতাও আছে। তাই সাধারণ মানুষ বিনা দ্বিধায় এই মাজন কিনে নেন।

advertisement

আরও পড়ুন: শ্বেতী, ছুলি হয়েছে? অর্শ? নিত্য পুজোর এই ফুলেই হবে সমাধান! জানুন চিকিৎসকের মত

মালদহের বিশিষ্ট দন্ত চিকিৎসক এ কে সাহা বলেন, নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভাল। অনেক উপকারিতা রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম দাঁতের দাগ উঠে যায়। মাড়ি ঠিক থাকে। নিমের ডাল থেকে এক ধরনের রস বেরাই সেই রস মারীকে সুস্থ স্বাভাবিক রাখে। এছাড়াও যদি কারো মুখে দুর্গন্ধ বেরোয় নিম ডালে দাঁত পরিষ্কার করলে দুর্গন্ধ অনেকটাই চলে যায়। তবে এনিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে অনেক ক্ষতিকর প্রভাবও পড়তে পারে মানব জীবনে। সেগুলির মধ্যে অন্যতম যদি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষ নিয়মিত নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, তবে শুক্রানুর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গর্ভবতী মহিলাদের জন্য নিমের ডালের দাঁতন ক্ষতিকর। শিশুদের নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা একেবারেই উচিত নয়। তবে চিকিৎসকদের মতে, দাঁত ভালভাবে পরিষ্কার করার জন্য ব্রাশ সবচেয়ে উপকারী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: দাঁত ভাল রাখবে ২ টাকার ব্রাশ! উপকার জানলে আপনিও চাইবেন! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল