TRENDING:

Viral Tea Shop: ভাইরাল চায়ের দোকান, দোকান-মালিক যা করলেন, ভিড় বাড়ছে হুড়মুড়িয়ে

Last Updated:

গরমের দিনে তুফানগঞ্জের এই চায়ের দোকানে মানুষের ঢল নামে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তুফানগঞ্জ: জেলাজুড়ে এখন হরেক কিসিমের চায়ের-দোকানের রমরমা! এবার ভাইরাল হল কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার এক চায়ের দোকান! কী এমন আছে এই চায়ের দোকানে যে কতারে-কতারে মানুষ ছুটছেএই দোকানে?
advertisement

আর পাঁচটা সাধারণ দোকানের মতই এই দোকান। তবে রাস্তার পাশে গাছের তলায় প্রকৃতির মাঝে এই দোকান বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দোকানের কর্ণধার দিবাকর সরকার জানান, ”ফের গরম পড়তে শুরু করেছে। দিনের বেশিরভাগ সময়ে প্রখর রোদের তাপে নাজেহাল পরিস্থিতি হয়ে যায় মানুষের। সামান্য স্বস্তির খোঁজ করেন অনেকে।” তাই তিনি তাঁর গ্রাহকদের জন্য এয়ার কুলারের ব্যবস্থা করেছেন। তাঁর দোকানে চা থেকে শুরু করে ঠান্ডা পানীয় পাওয়া যায়। বহু মানুষ বিভিন্ন সময়ে তাঁর দোকানে এসে ভিড় জমান। গ্রাহকদের স্বস্তি দিতে এয়ারকুলারের ঠান্ডা হাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। তবে এর জন্য কিন্তু চায়ের দামে কোনওরকম পরিবর্তন করা হয়নি।

advertisement

দোকানের এক গ্রাহক সুস্মিতা দাস জানান, “আর পাঁচটা দোকানের থেকে আলাদা এই চায়ের দোকান । গ্রাহকের জন্য বিশেষ সুবিধা দিতে এই দোকানে এয়ার কুলারের ব্যবস্থা করেছেন কর্ণধার। এছাড়া চা থেকে শুরু করে ঠান্ডা পানীয়ের দামও অনেকটাই কম। তাইতো প্রতিদিন বহু মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করেন দোকানে।” দোকানের আরেক গ্রাহক অভ্র শিকদার জানান, ”  চলতি পথে এমন চায়ের দোকান দেখলে কে না দাঁড়াতে চাইবে। তাইতো বহু মানুষ এই দোকানে ভিড় জমান।”

advertisement

যদিও জেলা প্রচুর চায়ের দোকান রয়েছে। তবে এমন বিশেষ চায়ের দোকান খুব একটা চোখে পড়বে না কোথাও। রাস্তার পাশেই গাছের তলায় এই  চায়ের দোকান রীতিমত ভাইরাল।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে মালদহ মেডিক্যালে চালু হচ্ছে রোগীর পরিজনদের রাত্রি নিবাস ভবন
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Tea Shop: ভাইরাল চায়ের দোকান, দোকান-মালিক যা করলেন, ভিড় বাড়ছে হুড়মুড়িয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল