TRENDING:

Viral Tea Shop: প্রকৃতির মাঝে চায়ের আমেজ, সঙ্গে থাকছে বিশেষ ব্যবস্থা! এই দোকানে আসতেই হবে

Last Updated:

Viral Tea Shop: অনেকেই দাবা খেলতে দূর থেকে এই চায়ের দোকানে এসে থাকেন। তবে এখানের প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের আমেজে দাবা খেলা উপভোগ করার মজাটাই যেন আলদা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: কোচবিহারের শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। শীতের পড়ন্ত বিকেলে এই তোর্সা নদীর সৌন্দর্য যেকোনও মানুষকে মুগ্ধ করবে। এই নদীর বাঁধের ধারে বেশ কিছুটা সময় আগে তৈরি হয়েছিল এক চায়ের দোকান। বর্তমানে এই চায়ের দোকানটি রীতিমত ভাইরাল একটি বিশেষ কারণে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু মানুষ আসছেন এই দোকানে। চায়ের আমেজের সঙ্গে এক বিশেষ খেলার মজা উপভোগ করতে। দাবার নাম তো সকলেরই জানা। অনেকে পছন্দও করে থাকেন। এবার এই দোকানে চায়ের আমেজে ডুবে দাবা খেলার মজা উপভোগ করতে পারছেন ক্রেতারা।
advertisement

দোকানের এক গ্রাহক সোমনাথ দাস জানান,”দীর্ঘ সময় ধরে তিনি দাবা খেলতে পছন্দ করেন। তবে জেলার কোনও চায়ের দোকানে দাবা খেলার আসর তিনি দেখেননি। তাই প্রথম এই চায়ের দোকানে এসে অনেকটাই অবাক হয়েছিলেন তিনি। তবে বর্তমানে তিনি দেখেন বহু মানুষকে এখানে এসে দাবা খেলতে। সঙ্গে চায়ের আড্ডায় সময় কাটাতে। তাই তিনি প্রায়শই এখানে এসে থাকেন।” দোকানের কর্ণধার দেবাশীষ অধিকারী জানান,”এখানে যেমন দাবা জানা মানুষেরা আসেন দাবা খেলতে। তেমনি দাবা না জানা মানুষেরাও আসেন দাবা খেলা দেখে তা শেখার জন্য।”

advertisement

দোকানের আরও দুই গ্রাহক গনেশ সূত্রধর এবং কৌশিক দে জানান,”বর্তমানে শীতের আমেজ পড়তে শুরু করেছে। তাই শীতের সন্ধ্যায় কাজ শেষে চায়ের আড্ডায় অনেকেই এসে থাকেন। তবে সেই আড্ডার আসর অনেকটাই জমে যায়। যখন সেই চায়ের আড্ডার আসরে থাকে দাবা খেলার আয়োজন। অনেকেই এই দাবা খেলতে দূর থেকে এখানে এসে থাকেন। তবে এখানের প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের আমেজে দাবা খেলা উপভোগ করার মজাটাই যেন আলদা। প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষে তাঁরা দুজনেই এখানে আসেন দাবা খেলার সঙ্গে চায়ের আড্ডায় মেতে উঠতে।”

advertisement

আরও পড়ুনঃ ‘রেড লাইট’ এলাকার মহিলাদের সঙ্গে কী ঘটছে? চাঞ্চল্যকর অভিযোগ যৌন কর্মীদের

View More

জেলায় বহু চায়ের দোকান থাকলেও এই ধরনের চায়ের দোকান জেলায় নেই বললেই চলে। তাইতো প্রতিদিন এই চায়ের দোকানে গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু মানুষ এই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন। রকমারি চায়ের স্বাদের পাশাপশি দাবা খেলার মেতে উঠতে বহু মানুষ ছুটে আসছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই দোকানে। আগামীতে এই দোকানের গ্রাহক সংখ্যা আরোও বাড়বে এটুকু নিশ্চিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Tea Shop: প্রকৃতির মাঝে চায়ের আমেজ, সঙ্গে থাকছে বিশেষ ব্যবস্থা! এই দোকানে আসতেই হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল