সাধারণত যেকোন দোকানে পাঁচ টাকা কিংবা ১০ টাকায় একটি সিঙারা পাওয়া যায়। তাতেও আবার অনেক সময় লোকসানের কথা শোনা যায় দোকানদারদের মুখ থেকে। তবে এবারে মাত্র পাঁচ টাকাতে একেবারে তিন তিনটি সিঙারা বিক্রি করেই লাভবান হয়ে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই সিঙারা বিক্রেতা।
আরও পড়ুন: মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে
advertisement
মালদহের ওই সিঙারা বিক্রেতা সুশান্ত মন্ডল জানান, “আগে বাইরে ভিন জেলার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতাম। পার্শ্ববর্তী জেলার বালুরঘাটে দেখেছিলাম দুই টাকার একটি সিঙারা বিক্রি করতে। এরপর মাথায় আসল, আমাদের এলাকায় কোথাও এটি পাওয়া যায় না। তাই সেই চিন্তাভাবনা থেকে পাঁচ টাকায় তিনটি সিঙারা বিক্রি করেও লাভ করতে পারছি। সারাদিনে ১০০০ থেকে ১২০০ টাকা আয় হয়ে যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় চার বছর থেকে মালদহের কালিয়াচকের নয়মৌজা হাই স্কুলের সামনে দোকান করে সিঙারা বিক্রি করে চলেছেন সুশান্ত মন্ডল। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের পড়ুয়ারা সেই সিঙারা খেতে ভিড় জমান।
একদিকে যখন মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। সেখানে দাঁড়িয়ে এমন ন্যূনতম মূল্যে তার সিঙারা বিক্রি নজর কেড়েছে সকলের। তিন তিনটি সিঙারা মাত্র পাঁচ টাকায় বিক্রি করেও আর্থিক মুনাফা লাভ করে রোজগার করে কর্মক্ষেত্রের পথ দেখাচ্ছেন সুকান্ত মন্ডল। প্রতিদিনই তার এই সিঙারা খেতে দোকানের সামনে ক্রেতারা ভিড় জমে চোখে পড়ার মত।
জিএম মোমিন