TRENDING:

Viral Samosa Shop: একটি নয়, দুটি নয়, ৫ টাকায় তিনটি সিঙারা! জলের দরে দিয়েও রোজ ১২০০ টাকা আয় এই ব্যবসায়ীর

Last Updated:

Viral Samosa Shop: বর্তমান মূল্য বৃদ্ধির যুগেও মাত্র ৫ টাকায় তিন তিনটি সিঙারা দিয়ে চলেছেন এক ব্যবসায়ী। আর অল্প দামে সিঙারা বিক্রি করেও প্রতিদিন ১২০০ টাকা পর্যন্ত আয় করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বর্তমানে একাধিক রকম করের দাপটে মূল্যবৃদ্ধি দেখা মিলছে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে। বাজারে কেনা কাটার সময় নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। এমন অবস্থাতেও মাত্র পাঁচ টাকায় তিন তিনটি সিঙারা দিয়ে চলেছেন মালদহের মধুঘাটের বাসিন্দা সুশান্ত মন্ডল। তার এই সিঙারা খেতে দোকানের সামনে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
advertisement

সাধারণত যেকোন দোকানে পাঁচ টাকা কিংবা ১০ টাকায় একটি সিঙারা পাওয়া যায়। তাতেও আবার অনেক সময় লোকসানের কথা শোনা যায় দোকানদারদের মুখ থেকে। তবে এবারে মাত্র পাঁচ টাকাতে একেবারে তিন তিনটি সিঙারা বিক্রি করেই লাভবান হয়ে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই সিঙারা বিক্রেতা।

আরও পড়ুন: মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে

advertisement

মালদহের ওই সিঙারা বিক্রেতা সুশান্ত মন্ডল জানান, “আগে বাইরে ভিন জেলার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতাম। পার্শ্ববর্তী জেলার বালুরঘাটে দেখেছিলাম দুই টাকার একটি সিঙারা বিক্রি করতে। এরপর মাথায় আসল, আমাদের এলাকায় কোথাও এটি পাওয়া যায় না। তাই সেই চিন্তাভাবনা থেকে পাঁচ টাকায় তিনটি সিঙারা বিক্রি করেও লাভ করতে পারছি। সারাদিনে ১০০০ থেকে ১২০০ টাকা আয় হয়ে যায়।”‌

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রায় চার বছর থেকে মালদহের কালিয়াচকের নয়মৌজা হাই স্কুলের সামনে দোকান করে সিঙারা বিক্রি করে চলেছেন সুশান্ত মন্ডল। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের পড়ুয়ারা সেই সিঙারা খেতে ভিড় জমান।

একদিকে যখন মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের। সেখানে দাঁড়িয়ে এমন ন্যূনতম মূল্যে তার সিঙারা বিক্রি নজর কেড়েছে সকলের। তিন তিনটি সিঙারা মাত্র পাঁচ টাকায় বিক্রি করেও আর্থিক মুনাফা লাভ করে রোজগার করে কর্মক্ষেত্রের পথ দেখাচ্ছেন সুকান্ত মন্ডল। প্রতিদিনই তার এই সিঙারা খেতে দোকানের সামনে ক্রেতারা ভিড় জমে চোখে পড়ার মত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Samosa Shop: একটি নয়, দুটি নয়, ৫ টাকায় তিনটি সিঙারা! জলের দরে দিয়েও রোজ ১২০০ টাকা আয় এই ব্যবসায়ীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল