Malda Mango Hub: মালদহে এবার ম্যাঙ্গো হাব? বড় পদক্ষেপ আম ব্যবসায়ীদের, সরাসরি চিঠি কেন্দ্রকে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Mango Hub: আম প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জেলায় ম্যাংগো হাব গড়ে তোলার দাবি জানিয়ে এবারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি করল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
মালদহ: আমের জেলা মালদহে এবার ম্যাঙ্গো হাব গড়ে তোলার দাবি তুলল বণিক মহল। রাজ্যের প্রায় ৭০% আম চাষ হয় মালদহ জেলায়। উন্নত আম চাষের উপর নির্ভর প্রায় চার লক্ষাধিক মানুষ। বণিক মহলের দাবি ম্যাংগো হাব হলে মালদা জেলার আম চাষ আরও উন্নত স্তরে পৌঁছবে। মালদহ জেলায় ব্যাপক পরিমাণে আম চাষ হলেও, জেলার আমকে জেলাতেই উন্নতমানের যান্ত্রিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে খামতি থেকেছে আজও। যার ফলে জেলার বাণিজ্যিক ব্যবস্থা অনেকটাই পিছিয়ে। তাই জেলার আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থা উন্নত করতে এবারে মালদহ জেলায় ম্যাংগো হাব গড়ে তোলার দাবি তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি করল মালদহ ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
ভিন রাজ্যে আম প্রক্রিয়াকরণের একাধিক যান্ত্রিক পদ্ধতি থাকায় জেলার অধিকাংশ কাঁচা আম পাড়ি দেয় রাজ্যের বাইরে। আর সেখানেই সারা বছর কাজ করে রোজগার করে সেখানকার শ্রমিকরা। তবে এই রাজ্যে সেই রকম ব্যবস্থা না থাকায় শ্রমিকদের কাজের ভাব দেখা মিলে জেলায়।
advertisement
advertisement
মালদা ম্যাংগো মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি উজ্জল সাহা জানান, “আমের মরসুমে জেলার অধিকাংশ শ্রমিকরা বাড়িতে থেকে কাজ করে থাকেন। তবে আমের মরসুম কেটে গেলেই জেলার শ্রমিকদের কাজের অভাব দেখা দেয়। এরপর সেই শ্রমিকদের কাজের সন্ধানে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। জেলায় ম্যাংগো হাব গড়ে তোলা হলে জেলাতেই কাজ করে রোজগার করতে পারবেন জেলার পরিযায়ী শ্রমিকরা। তাই জেলার আম চাষকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে এই ম্যাংগো হাব গুরুত্বপূর্ণ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের তিনটি প্রজাতি হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ আম জিআই স্বীকৃতি প্রাপ্ত। জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর এলাকা জুড়ে চাষ হয় আম। এই আম চাষের উপর নির্ভর করেই জেলার কয়েক লক্ষ মানুষ রোজগারের পথ খুঁজে পান। তবে এবারে ম্যাংগো হাব গড়ে উঠলে জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে বলে মনে করছেন জেলার বণিক মহলের কর্তারা।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 2:49 PM IST